কোবি ব্রায়ান্টের লকার বিক্রি হলো ৩৩ কোটি টাকায়
কিংবদন্তি এনবিএ খেলোয়াড় কোবি ব্রায়ান্টের লকার তোলা হয়েছিল নিলামে। এই লকার তার এনবিএ ক্যারিয়ারের সিংহভাগ সময়ে তিনি ব্যবহার করেছেন। সে লকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সোদ্যবাইয়ের দুর্লভ ক্রীড়া সামগ্রীর নিলামে বিক্রি হয়েছে ৩৩ কোটি টাকায়।
শুরুতে ব্রায়ান্টের স্টেপলস সেন্টার অ্যারেনায় ব্যবহৃত লকারের ১.৫ মিলিয়ন ডলার বা ১৬ কোটি টাকা ভিত্তিমূল্য ধরা হয়েছিল। লস এঞ্জেলস লেকার্সের এই কিংবদন্তির লকারের দাম শেষমেশ দ্বিগুণ হয়ে গেছে নিলাম শেষে।
ব্রায়ান্ট তার খেলোয়াড়ি জীবনে ১৮ বার এনবিএ অল স্টার দলে জায়গা করে নিয়েছিলেন। ২০২০ সালে ৪১ বছর বয়সে তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান, সে দুর্ঘটনায় মৃত্যু ঘটে তার কিশোরী কন্যারও।
১৯৯৬ সালে অভিষেকের পর ২০১৬ সাল পর্যন্ত লেকারসের হয়েই খেলেছিলেন ব্রায়ান্ট। এ সময় তিনি যে লকারটা ব্যবহার করেছেন, সেটা ২০১৮ সালে স্ট্যাপলস সেন্টার অ্যারেনার পুননির্মাণের সময় ফেলে দেওয়া হচ্ছিল। এক কর্মী এটিকে রক্ষা করেন, জানাচ্ছে সোদ্যবাই। এরপর আমেরিকান এক সংগ্রাহক তা নিজের সংগ্রহে নিয়ে নেন।
এরপর সম্প্রতি তা নিলামে তোলা হয়। যা এবার বিক্রি হলো প্রায় ৩৪ কোটি টাকায়।
সোদ্যবাইয়ের এই নিলামে আরও অনেক তারকার ব্যবহৃত জিনিসপত্র আছে। মাইকেল জর্ডান, রাফায়েল নাদাল কিংবা স্টেফেন কারির মতো তারকাদের জিনিসপত্র নিলামে তোলা হয়েছে।