চোট আছে তাসকিনের, তবু খেলতে পারেন টেস্টে
তাসকিন আহমেদের টেস্ট খেলা নিয়ে শেষ কিছু দিনে কম জল ঘোলা হয়নি। মাসকয়েক আগে বিসিবির কাছে টেস্ট থেকে কিছু দিনের জন্য অব্যহতি চেয়েছিলেন তিনি। এরপর আবার পাকিস্তান সফরের ঠিক আগে তার টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি নিজে।
এবার বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান তার চোট নিয়ে জানালেন নতুন খবর। জানালেন চোটটা পুরোপুরি সারেনি তাসকিনের। তবুও সবুজ সংকেত দিলেন তাকে। জানিয়েছেন চোট সামলে টেস্ট খেলতে পারবেন তাসকিন।
কাঁধের চোটের কারণে লাল বলের ক্রিকেটে বোলিং করায় সমস্যা ছিল তাসকিন। যার ফলে বছরের শুরুতে টেস্ট থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। গেল বছরের জুনে সবশেষ টেস্টটা খেলেছিলেন তিনি। যদিও তিনি অন্য দুই ফরম্যাটে খেলা চালিয়ে গেছেন নিয়মিত।
আজ ফিটনেস টেস্টে তাসকিন উপস্থিত ছিলেন। সেখানে বিসিবি ফিজিও বায়জিদ জানালেন তার অভিমত। তিনি বলেন, ‘তাসকিন টি-টোয়েন্টিতে খেলেছে সম্প্রতি। তো সে লম্বা স্পেলে বল করতে পারেনি এই সময়। তার কাঁধে সমস্যা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও এই বিষয়ে আবার পরখ করা হয়েছে তার চোটটাকে। সে সময় চোটটা যেমন ছিল, এখনও তেমন আছে, একটুও বাড়েনি।’
এই ধরনের চোট সামলে খেলা যায়, জানালেন বায়জিদ। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় এই ধরনের চোট সামলে খেলতে পারে। যদি সে পুনর্বাসন প্রক্রিয়া আর ওয়ার্কআউট ঠিকঠাকভাবে করে, তাহলে তাসকিন টিকে যেতে পারবে। সেটার ভিত্তিতে বললে তাসকিন অ্যাভেইলেবল। কিন্তু টেস্টে বোলিংয়ের ওয়ার্কলোড যেমন, এখানে আপনার লম্বা স্পেলে বল করতে হবে আপনাকে, গতিরও একটা ব্যাপার থাকে। সেটা করার চেষ্টা সে করবে। তার যদি এখন থেকে ভালো মনে হয় নিজের পরিস্থিতি, তাহলে টেস্টে সে খেলতে পারে।’
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সিরিজ শুরু হবে আগামী ২১ আগস্ট। তার আগে ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। রাওয়ালপিন্ডি আর করাচিতে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ। দুটি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকবে।