চারদিনের অনুশীলনে চার পয়েন্টে যাবেন সাকিবরা?
পশ্চিম বঙ্গ থেকে একরাশ হতাশা নিয়ে সাকিব আল হাসানরা এখন দিল্লিতে। তাদের সামনে প্রতিপক্ষ লঙ্কানদের টিকে আছে সেমির আশা৷ অন্যদিকে সাকিবের দলের টার্গেট আটের মধ্যে থাকা। অর্থাৎ বছর দুয়েক পরের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা।
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বরাবরই বাংলাদেশ ছিলো ফেভারিট। কিন্তু গেলো এশিয়া কাপ থেকেই সেই চিত্রে বদল। বিশ্বকাপে যাওয়ার আগে যে ম্যাচগুলোয় ভক্তরা টাইগারদের জয়ের সম্ভাবনা বেশি দেখেছিলেন সেখানে এই ম্যাচটাও ছিলো। কিন্তু টানা ছয় হার বিশেষ করে ডাচদের বিপক্ষেও হারের পর সেই আত্মবিশ্বাসও এখন তলানিতে। যেমনটা তলানিতে সাকিব-লিটনদের মাঠের পারফরম্যান্সও।
আরও একবার ঘুরে দাঁড়ানোর মিশনে ০৬ নভেম্বর দুপুরে দিল্লির অরুণ জেটলিতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সময় পাওয়া যাচ্ছে চার দিন। ০২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন৷ শুক্রবার চলবে তিন ঘন্টার অনুশীলন। থাকছে না কোনো মিডিয়া অ্যাকটিভিটি৷ চার তারিখও একই শিডিউল অনুসরণ করবে টাইগাররা৷ ঘাম ঝরাবে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। ম্যাচের আগের দিন বাংলাদেশ প্র্যাকটিস করবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত।
অর্থাৎ ডে-নাইট ম্যাচে দিল্লির উইকেট-আউটফিল্ড-শিশির কোনটা কখন কেমন আচরণ করবে সবই ভালো ভাবে জানার একটা লম্বা সুযোগ পাচ্ছে টাইগাররা। যদি সেটা এবার কাজে লাগানো যায় আরকি। না হলে চ্যাম্পিয়ন ট্রফি দর্শকের ভূমিকাতেই থাকতে হবে গতবারের সেমি ফাইনালিস্ট দলটার৷