ব্যর্থতা নিয়ে অলিম্পিক শেষ সোনিয়ারও
নারীদের সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে লড়তে আজ বাংলাদেশের সোনিয়া খাতুন নেমেছিলেন পুলে। তবে তার যাত্রাটা শেষ হয়ে গেছে হিটেই। নিজের হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন তিনি।
বিষয়টা অনুমিতই ছিল। বাংলাদেশের অলিম্পিক যাত্রাটা এখনও ওই অংশ নেওয়াতেই আটকে আছে। সোনিয়াও স্বপ্ন দেখাননি ভিন্ন কিছুর।
তবে তিনি জানিয়েছিলেন নিজের সেরা পারফর্ম্যান্সটাকেই ছাপিয়ে যেতে চান। সেটাও হয়নি আজ। ল্য দিফেন্স অ্যারেনায় আজ তিনি ৫০ মিটার ফ্রি স্টাইলের ৩ নম্বর হিটে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি হিট শেষ করতে সময় নেন ৩০.৫২ সেকেন্ড।
সোনিয়ার ক্যারিয়ার-সেরা পারফর্ম্যান্স ছিল ৩০.১১ সেকেন্ডের। সেটাও ছাড়িয়ে যাওয়া হলো না তার। তবে হলেও খুব বেশি লাভ হতো না। হিট পার করতে হলে তাকে নিদেনপক্ষে ২৯.৯০ সেকেন্ডের ভেতর সাঁতার শেষ করতে হতো।
২৯.৯১ সেকেন্ড সময় নিয়ে ডমিনিকান জ্যাসমিন স্কোফিল্ড তৃতীয় হয়ে পরের রাউন্ডে চলে গেছেন। এই হিটের সেরা সাঁতারু বনেছেন লুইস ইলিয়রা ইরি। তিনি তার সাঁতার শেষ করেছেন ২৯.৬৩ সেকেন্ডে।
সোনিয়ার এমন বিদায়ের ফলে বাংলাদেশের অলিম্পিক যাত্রা প্রায় শেষের কাছেই চলে এল। বাংলাদেশের ৫ অ্যাথলেটের ৪ জনই বিদায় নিয়েছেন শুরুতে।
বাকি আছেন কেবল ইমরানুর রহমান। তার ১০০ মিটার স্প্রিন্টের লড়াইও আজই।