ইমরানুরের বিদায়ে অলিম্পিক শেষ বাংলাদেশের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:৫১ পিএম | ০৩ আগস্ট, ২০২৪

বাকি সব ইভেন্ট থেকে একে একে বিদায় নিয়েছিল বাংলাদেশ। বাকি ছিল সাঁতার আর ট্র্যাক অ্যান্ড ফিল্ড। আজ শুরুতে সোনিয়া খাতুন হিট থেকে বিদায় নেন। 

বাকি ছিলেন স্রেফ ইমরানুর রহমান। তিনিও নিজেকে টিকিয়ে রাখতে পারেননি লড়াইয়ে। বাদ পড়েছেন হিট থেকেই।

তার চাওয়া অবশ্য খুব বেশি কিছু ছিল না এবারের অলিম্পিক থেকে। হিট থেকে উতরে যাওয়ার আশাও মুখফুটে বলেননি একবার।

শুধু বলেছিলেন অলিম্পিকে নিজের সেরা টাইমিংটা ছাপিয়ে যেতে চান। যে কারণে ওজন কমিয়ে নিজেকে প্রস্তুতও করেছিলেন তিনি।

তবে সেটা ফল দিল না। ১০০ মিটারে ইমরানুরের সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড। প্যারিস অলিম্পিকে তিনি তার ধারে কাছেও যেতে পারেননি। আফসোসটা এখানেই, নিজের সেরা টাইমিংয়ের কাছাকাছি যেতে পারলেও পরবর্তী রাউন্ডে খেলতে পারতেন তিনি। তিনি যে হিটে দৌঁড়েছেন, সে ৬ নম্বর হিটের সেরা দুই স্প্রিন্টার আর্তুরো দেলিজার আর ডিলান সিকোবো যে টাইমিং নিয়েছেন যথাক্রমে ১০.৩৪ আর ১০.৫১। 

ইমরানুর ৮ নম্বর লেন থেকে দৌড়টা শেষ করেছেন ১০.৭৩ সেকেন্ডে। শুরুটা ভালোই ছিল তার। ৫০ মিটার পর্যন্ত ভালোই এগোচ্ছিলেন তিনি। তবে এরপরই পিছিয়ে পড়লেন। শেষ পর্যন্ত লড়াইটা শেষ হলো ষষ্ঠ অবস্থানে থেকে। 

বাংলাদেশের শেষ প্রতিযোগী ছিলেন তিনি। তার বিদায়ে বাংলাদেশের অলিম্পিক যাত্রাও শেষ হয়ে গেল। 

খেলার দুনিয়া | ফলো করুন :