রোচকে ফিরিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিবীয়দের দল ঘোষণা
কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাঁটুতে চোট পাওয়ায় সবশেষ ইংল্যান্ড সফরের টেস্ট দলে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। তবে ফিরতে খুব একটা সময় নিলেন না এই ৩৬ বছর বয়সী ডানহাতি পেসার। চোট কাটিয়ে ফিরলেন ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে।
এদিকে আসন্ন সেই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দলের সহ-অধিনায়ক এবং পেসার আলজারি জোসেফকে। এতেই প্রোটিয়া সিরিজে তার পরিবর্তে সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন জশুয়া ডি সিলভা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে নতুন মুখ স্পিনার বায়ার্ন চার্লস।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মার্ক উডের বলে বাম হাতে আঘাত পান কেভিন সিনক্লেয়ার। সেই চোট থেকে সেরে না ওঠায় তিনি ডাক পাননি আসন্ন এই সিরিজে।
সবশেষ ইংল্যান্ড সিরিজটা পুরোদস্তুর ব্যর্থ গেছে ক্যারিবীয়দের। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে সাত ম্যাচে কেবল এক জয় পয়েন্ট তালিকার তলানিতে পড়ে আছে তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেটি শুরু হবে আগামী ৭ আগস্ট, পোর্ট অব স্পেনে। দ্বিতীয় টেস্টটি ১৫ আগস্ট থেকে, গায়ানায়।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, শামার জোসেফ, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, কেমার রোচ, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।