রেকর্ড গড়ে ১০ হাজার মিটার দৌড়ে সোনা উগান্ডার
প্যারিস অলিম্পিকের অ্যাথলেটিকস ইভেন্টে এসে প্রথম পদকের দেখা পেল উগান্ডা। সেটিও আবার স্বর্ণপদক। ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে দেশের হয়ে এবারের অলিম্পিকে প্রথম সোনা জেতেন জশুয়া চেপেতেগি।
অ্যাথলেটিকসের এই ইভেন্ট কেবল সোনা জয়ই নয়, রেকর্ডও গড়েছেন উগান্ডার এই দৌড়বিদ। ১০ হাজার মিটার দৌড় শেষ করতে তিনি সময় নেন ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ড। যা এই ইভেন্টে অলিম্পিকের নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। তিনি সময় নিয়েছিলেন ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ড।
এদিকে ২৬ মিনিট ৪৩.৪৪ সেকেন্ড সময় নিয়ে রুপা ইথিওপিয়ার বারেহু আরেগায়ি। সোনা না জিতলেও তিনি গড়েছেন নিজ দেশের নতুন রেকর্ড। আরেগায়ির থেকে ০.০২ সেকেন্ড বেশি নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশার।
ক্রীড়াগনে উগান্ডার নামডাক খুব একটা না থাকলেও সাম্প্রতিক সময়ে নিজেদের মেলে ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আফ্রিকান দেশটি। যার নজির মিলেছে ক্রিকেটেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসর দিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় তারা। এবার প্যারিস অলিম্পিকেও তারা গেল শিরোনাম বনে।