বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার

  • নিউজরুম এডিটর
  • ০৫:১৩ পিএম | ০৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে ইতিমধ্যে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ক্রীড়াঙ্গনের একাধিক মানুষ। এদের মধ্যে বাংলাদেশী খেলোয়াড়ের সংখ্যাই বেশি। তবে এবার এই বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

বাংলাদেশ সময় আজ (শনিবার) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে একটি ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন এই তরুণ ফুটবলার। যেখানে চলমান আন্দোলনে নিহত শিশু-কিশোর-যুবকদের মৃত্যুতে শোক জানিয়েছেন তিনি।

এনজো তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমার সকল বাংলাদেশী ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদের কথা শুনেছি এবং আপনাদের জন্য প্রার্থনা করি।’

এর আগে ১৯ জুলাইয়েও এনজো ফেসবুকে বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে জেনে লিখেছিলেন, ‘বাংলাদেশের জনগণ যারা এখন দুর্ভোগ পোহাচ্ছেন ও তাদের প্রতি আমার দোয়া রইল।’

খেলার দুনিয়া | ফলো করুন :