সোনা জয়ের পর মঞ্চেই বিয়ের প্রস্তাব পেলেন চীনের ক্রীড়াবিদ

সোনা জয়ের পর মঞ্চেই বিয়ের প্রস্তাব পেলেন চীনের ক্রীড়াবিদ

প্যারিস অলিম্পিকে শুক্রবার রাতে ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম উন-হো এবং জিয়ং না-এয়ুনকে ২১-৮, ২১-১১ গেমে হারিয়ে সোনা জেতেন চীনের হুয়াং ইয়া কিয়ং এবং ঝেং সিওয়েই। ম্যাচটি শেষ করতে স্রেফ ৪১ মিনিট সময় নেন চীনের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। অবশ্য এটি আসেনি শিরোনামে। শিরোনামে এলেন হুয়াং ইয়া কিয়ং।

অফিশিয়ালদের কাছ থেকে নিজের স্বর্ণপদক বুঝে নিয়ে দর্শকদের সামনে ভিক্টরি ল্যাপ দিতে দিতে এগোচ্ছিলেন তিনি। তখনই আচমকা সবার সামনে তাকে বিয়ের প্রস্তাব দেন চীনের ব্যাডমিন্টন দলের পুরুষ দ্বৈত জুটির খেলোয়াড় লিউ ইয়ুচেন।

প্যারিসে লা চ্যাপেল অ্যারেনায় গত রাতে দেখা মেলে মধুর এই দৃশ্যের। সেখানে হুয়াংকে প্রপোজ করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন প্রেমিক ইয়ুচেন। ফুলের তোড়া দেওয়ার পর আংটিও পরিয়ে দেন প্রেমিকাকে।

লজ্জার মুখ ঢাকতে ব্যর্থ প্রচেষ্টায় থাকা হুয়াংয়ের কাছে তখন অলিম্পিকের সোনা, স্মারক বক্স, ফুলের তোড়া, আংটি এবং বিয়ের প্রস্তাব। যেন মেঘ না চাইতেই বৃষ্টি!

হুয়াং এমন কিছুর জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না। নিজের অনুভূতি জানিয়ে দোভাষীর সহায়তায় হুয়াং পরে বলেছেন, ‘(বিয়ের) প্রস্তাবটা আমার জন্য চমক। কারণ, আমি গেমের প্রস্তুতি নিচ্ছি। আজ (গতকাল) আমি অলিম্পিক চ্যাম্পিয়ন এবং (বিয়ের) প্রস্তাবও পেয়েছি, যেটা আমি আশা করিনি।’

ইয়ুচেনের প্যারিস অলিম্পিকে প্রাপ্তির খাতাটা শূন্য। টোকিও অলিম্পিকে নিজের ইভেন্টে রুপাজয়ী এই খেলোয়াড় এবার বিদায় নিয়েছেন গ্রুপ পর্ব থেকেই। তবে জীবনের অন্যতম পুরষ্কারটা তিনি পেলেন এই প্যারিস মঞ্চেই। প্রেম নিবেদনে প্রেমিকার হ্যাঁ সূচক উত্তর।

সম্পর্কিত খবর