বাটলারদের কোচ হতে আগ্রহী সাঙ্গাকারা
রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হবার সুবাদে জস বাটলারের সঙ্গে আগে থেকেই বোঝাপড়া শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার। সেই সূত্রেই কি-না এবার ইংল্যান্ডের জাতীয় দলের সাদা বলের দুই ফরম্যাটের কোচের জন্য ভাবা হচ্ছে সাঙ্গাকারার নাম! তবে ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার জানালেন, এই নিয়ে এখনও তার সঙ্গে কোনো কথা হয়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, ইসিবির। আসেনি কোনো প্রস্তাব। তবে বাটলারদের জাতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন সাঙ্গাকারা।
ইংল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন কোচের প্রসঙ্গে নাম এসেছে দুই সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ ও জোনাথন ট্রটেরও। তবে সাঙ্গাকারার নামটা আসছে বেশ জোরেশোরেই। ইংল্যান্ডের দুই ফরম্যাটের অধিনায়কের সঙ্গে পুরনো বোঝাপড়ার সূত্র ধরেই হয়তো আলোচনা সাঙ্গাকারাকে নিয়েই। এবং এমন কিছূর আশায় রোমাঞ্চিত তিনিও।
৩০ জুলাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার সূত্র ধরে চুক্তি শেষের আগেই দায়িত্ব ছাড়েন ম্যাথু মট। অবশ্য তাকে প্রধান কোচের পদে ইসিবি আর রাখতে চায় না এমনটাও জানিয়ে দিয়েছিল ইসিবি। এতে আগেভাগেই দায়িত্ব থেকে সরে যান মট।
এদিকে শুক্রবার এক সাক্ষাৎকারে ব্রিটিশ বার্তা সংস্থা পিএ সাঙ্গাকারার কাছে জানতে চান ইংল্যান্ডের কোচ হবার দৌড়ে থাকার প্রসঙ্গে। সেখানে শ্রীলঙ্কার সাবেক এই তারকা বলেন, 'জানি, (নতুন কোচ হওয়ার তালিকায়) আমার নাম আছে। কিন্তু আমাকে তেমন প্রস্তাব দেওয়া হয়নি। আমার মনে হয় যে কারও জন্য ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে পারা রোমাঞ্চকর ব্যাপার হবে। কিন্তু এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছেন। আমার মনে হয় ম্যাথু মট সত্যিই দারুণ কাজ করেছেন।’
ম্যাথু মট দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ মার্কাস ট্রেথকোথিককে। সেপ্টেম্বরে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার ওপরই থাকবে প্রধান কোচের দায়িত্ব। এর মাঝেই পূর্ণকালীন দায়িত্বের কাউকে খুঁজবে বোর্ড।