পিসিবির দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিলেন ওয়াসিম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এই মুহুর্তে দুটি দায়িত্ব পালন করছেন। বোর্ডের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। যে চাপ কমাতে এবং বোর্ডে যথাযথ সময় দিতে সাবেক কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রস্তাবটি গ্রহণ করেননি আকরাম।
পাকিস্তানি সংবাদ মাধ্যমের তথ্যমতে, সম্প্রতি ওয়াসিম আকরামের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন নকভি। তাকে চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং ব্যক্তিগত উপদেষ্টা হওয়ার অফার করেছিলেন। তবে ওয়াসিম আকরাম সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
তবে ওয়াসিমের পরিবর্তে এরপর একই প্রস্তাব দেওয়া হয় ওয়াকার ইউনিসকে। তিনি প্রস্তাবে আগ্রহ দেখিয়ে লাহোরে এসে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন।
ওয়াসিম আকরাম স্থায়ীভাবে করাচিতে থাকেন। পরিবারের সঙ্গে দেখা করতে বা পারিবারিক যেকোনো কারণে প্রায়ই তিনি অস্ট্রেলিয়া যান। এজন্যই হয়তো সিইওয়ের দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি।