ইতিহাস গড়ে প্যারিস অলিম্পিকের দ্রুততম মানবী জুলিয়েন আলফ্রেড
তর্কসাপক্ষে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। যেখানে সমসাময়িক তারকারাই এগিয়ে থাকেন সোনা জয়ের পথে। গত বছরের বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসন। এবারের অলিম্পিকের মঞ্চেও সবার নজর ছিল তার দিকেই। তবে ইতিহাস গড়ে মেয়েদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। যা অলিম্পিকেও ইতিহাসে দেশটির প্রথম কোনো পদক।
প্যারিস অলিম্পিকের বৃষ্টিভেজা বেগুনী ট্র্যাকে গত রাতে দ্রুততম মানবী বনে যাওয়া জুলিয়েন দৌড় শেষ করতে সময় নেন ১০ দশমিক ৭২ সেকেন্ড। সেখানে ১০ দশমিক ৮৭ সেকেন্ড নিয়ে রুপা জিতেছেন রিচার্ডসন এবং ১০ দশমিক ৯২ সেকেন্ড সময় ব্রোঞ্জ জিতেছেন তারই স্বদেশী জেফারসন মেলিনা।
১০০ মিটার স্প্রিন্টের ছেলে হোক বা মেয়েদের বিভাগ সেখান একচেটিয়া আধিপত্য ছিল জ্যামাইকার। মেয়েদের বিভাগের সেই রাজত্ব বুদাপেস্টে ভেঙেছিলেন যুক্তরাষ্ট্রের রিচার্ডসন। শেরিকা জনসন, শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসদের মতো তারকাদের ছাপিয়ে ১০ দশমিক ৬৫ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছিলেন তিনি।
তবে সেই রিচার্ডসন এবার হার মানলেন এমন কারও কাছে, যেই দেশের অ্যাথলেটরা এর আগে কখনো পদকই জেতেনি। তাই তো ১০০ মিটার স্প্রিন্টে আলাদা করেই নেওয়া হবে সেন্ট লুসিয়ার নাম, জুলিয়েন আলফ্রেডের নাম।
এদিকে জুলিয়েন অবশ্য ভাঙতে পারেনি অলিম্পিকের রেকর্ড। টোকিও অলিম্পিকে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন জ্যামাইকার এলানিনে থম্পসন-হেরাহ। অলিম্পিকের মেয়েদের এই ইভেন্টের রেকর্ডের রাজত্ব তাই থাকল জ্যামাইকার কাছে।