চোটে এবার ছিটকে গেলেন হাসারাঙ্গা
ভারতের বিপক্ষে সিরিজের আগ থেকেই একে একে চোটের খাতায় নাম লেখাতে থাকেন শ্রীলঙ্কার পেসাররা। টি-টোয়েন্টি সিরিজের আগে ছিটকে যান নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো। এদিকে অসুস্থতার কারণে সেই সিরিজে খেলেননি আরেক পেসার দুশমান্তা চামিরাও। পরে ওয়ানডে সিরিজের আগে ছিটকে যান আরও দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা।
তবে লঙ্কান দলে চোটে থাবায় কেবল পেস বিভাগেই সীমাবদ্ধ থাকল না। ওয়ানডে সিরিজের মাঝে চোটে পড়লেন স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এতেই ভারতের বিপক্ষে সিরিজের বাকি ওয়ানডেতে খেলা হবে না এই লঙ্কান তারকা লেগ স্পিনারের।
কলম্বোতে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে নিজের দশম ওভারের শেষ বলটি করতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন হাসারাঙ্গা। পরে ম্যাচে শেষে এমআরআই রিপোর্টে ধরা পড়ে চোট এবং সিরিজ থেকে ছিটকে যান ২৭ বছর বয়সী এই স্পিনার।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টাই’য়ের সেই ম্যাচে বল হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন হাসারাঙ্গা। ১০ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।
এদিকে ইতিমধ্যে হাসারাঙ্গা বদলিও ঘোষণা করে ফেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তার পরিবর্তে সিরিজে বাকি দুই ম্যাচে খেলবেন আরেক লেগ স্পিনার জেফি ভ্যানডারসেকে।