ফ্লিক অধ্যায়ের প্রথম ‘এল ক্লাসিকো’তে বার্সার জয় 

ফ্লিক অধ্যায়ের প্রথম ‘এল ক্লাসিকো’তে বার্সার জয় 

প্রাক-মৌসুমে ম্যানচেস্টার সিটিকে গত মঙ্গলবার টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হান্সি ফ্লিকের অধীনে শুরু হয় বার্সেলোনার নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্রে কাতালানদের সেই শুভ সূচনা চলমান থাকল দ্বিতীয় ম্যাচেও। গত রাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়ে ফ্লিকের অধীনে প্রথম এল ক্লাসিকোতেই জয়ের দেখা পেল বার্সা। 

এ নিয়ে যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকোতে নিজেদের রাজত্ব ধরে রাখল বার্সা। সেখানে এখন পর্যন্ত হওয়া চারটি এল ক্লাসিকোর সবকটিতেই জিতল কাতালানরা। 

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বার্সার হয়ে ৪২ ও ৫৪তম মিনিটে দুটি গোলই করেছেন পাউ ভিক্টর। ম্যাচের শেষ দিকে এসে নিকো পাজের গোলে ব্যবধানে কমায় কার্লো আনচেলত্তির দল।  

মাঠে বল দখলেই লড়াইটা দুই দলের ছিল সমানে সমান। রিয়ালের ৫১ শতাংশের বিপরীতে বার্সার দখলে ছিল ৪৯ শতাংশ। দুই দলের শটের সংখ্যাও ছিল সমান ১১। এতেই লড়াইটা সমান শক্তির রেখেই জয় পায় হান্সি ফ্লিকের দল। 

এর আগে ২০১৭ সালের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে মুখোমুখি হয় দুই  চিরপ্রতিদ্বন্দ্বী দল। মায়ামির সেই ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল বার্সা। পরের ২০২২ সালে কাতালানরা জেতে ১-০ ব্যবধানে এবং ২০২৩ সালে তারা জেতে ৩-০ ব্যবধানে। 

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৭ আগস্ট লা লিগার ২০২৪-২৫ মৌসুমে যাত্রা শুরু করে বার্সা। মৌসুমের প্রথম এল ক্লাসিকো আগামী ২৭ অক্টোবর, সান্তিয়াগো বার্নাব্যুতে। পরেরটি আগামী বছরের ১১ মে, বার্সার মাঠে।  

সম্পর্কিত খবর