ব্রাম্পটনে উলভসের কাছে পাত্তাই পেল না সাকিব-শরিফুলরা

ব্রাম্পটনে উলভসের কাছে পাত্তাই পেল না সাকিব-শরিফুলরা

বাংলা টাইগার্স মিসিসাগারের হয়ে বল হাতে শুরু থেকেই ছন্দে ছিলেন শরিফুল ইসলাম। ব্যাটিংটা একপাশে সরিয়ে রাখলে বোলিংয়ে ছন্দে ফিরে পেয়েছেন তাদের অধিনায়ক সাকিব আল হাসানও। সঙ্গে দলও জেতে টানা তিন ম্যাচে। তবে সেই জয়রথ এবার থামল গত রাতের ম্যাচে। ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৮ উইকেটে বড় ব্যবধানে হারে সাকিবের দল।

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় এবারের আসরটা হার দিয়েই শুরু করেছিল বাংলা টাইগার্স। তবে পরের টানা তিনটি ম্যাচেই জেতে তারা। তবে দলীয় ব্যর্থতায় ব্রাম্পটনের কাছে পাত্তাই পেল না সাকিব-শরিফুলরা।

এই হারের পর পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে বাংলা টাইগার্স। এদিকে সমান পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাম্পটন।  

ব্রাম্পটনের সিএএ স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন উলভসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সেখানে আগে ব্যাট করতে নেমে ১৩ ওভারেই সবকটি উইকেট হারিয়ে স্রেফ ৭৯ রানেই গুটিয়ে যায় বাংলা টাইগার্স।

মামুলি সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় উলভরা। দলীয় রানের খাতা খোলার আগেই ডেভিস ভিসার বলে সাজঘরে ফেরেন ওপেনার কোবে হার্ফট। তবে পরবর্তীতে চাপ সামলে ওয়ার্নারের দলীয় সর্বোচ্চ ৪৪ এবং ওয়েবস্টারের ২৩ রানে চড়ে ৮ উইকেট ও ৫২ বল হাতে রেখেই জয়ের দুয়ারে পৌঁছে যায় তারা।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিবের দল। ইনিংসে দলীয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দলটির দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। সেখান থেকে দলীয় সংগ্রহ ১৩ রানে পৌঁছাতেই নেই ৫ উইকেট। পর্যন্ত কোনো ব্যাটারই হতে পারেননি থিতু। দলীয় সর্বোচ্চ ১৯ রান করেন ইফতিখার আহমেদ ও ৪ বলে ২ ছক্কায় ১২ রানের ক্যামিও খেলেন শরিফুল। এবং তাদের সংগ্রহ থামে ৭৯ রানেই। সেখানে ব্রাম্পটনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যান্ড্রু টাই। এতে জেতেন ম্যাচসেরার খেতাবও।

সম্পর্কিত খবর