মার্তার স্বপ্ন বাঁচিয়ে অলিম্পিকের সেমিতে ব্রাজিল
নাইজেরিয়াকে হারিয়ে প্যারিস অলিম্পিকে যাত্রা শুরু করলেও গ্রুপপর্বে পরের দুই ম্যাচে স্পেন ও জাপানের কাছে হেরে যায় ব্রাজিলের মেয়েরা । অবশ্য সেই জয়েই কোয়ার্টার ফাইনালে উঠে যায় সেলেসাওরা। তবে অলিম্পিকে এবার ব্রাজিলের সোনাজয় মূলত যাকে ঘিরে সেই মার্তা গ্রুপপর্বে শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে লাল কার্ড খেয়ে বসেন। এতেই শঙ্কা জাগে তার অলিম্পিকের স্বপ্ন শেষের। তবে শেষ আটে ফ্রান্সকে ১-০ হারিয়ে সেমিতে উঠে মার্তার সেই স্বপ্ন টিকিয়ে রাখল ব্রাজিল।
ব্রাজিলের হয়ে ম্যাচটিতে একমাত্র গোলটি করেন গাবি পোর্তিলিও। ম্যাচের শেষ দিকে ৮২তম মিনিটে তার দারুণ এক শট জালে জরালে জয়ের উল্লাসে মাতে ব্রাজিলিয়ানরা।
এর আগে শুক্রবার ছেলেদের ফুটবলে ফ্রান্সের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে অলিম্পিক থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। তবে এরপরের দিনই চিরপ্রতিদ্বন্দ্বীদের হয়ে হয়ে প্রতিশোধটা নিয়ে নিল ব্রাজিল!
এদিকে সেমিতে এবার ব্রাজিলের ম্যাচ স্পেনের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায়।
এদিকে এখন পর্যন্ত অলিম্পিকের ফুটবলে সোনা জেতেনি ব্রাজিলের মেয়েরা। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে তারা জিতেছিল রুপা। এদিকে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের তকমা পাওয়া মার্তা বৈশ্বিক দরবারে জেতেনি কোনও শিরোপাও। তাই তো ক্যারিয়ারের এই শেষ সময়ে এসে অলিম্পিক সোনাতেই নিজের সাফল্য মোড়াতে চাই এই ব্রাজিলিয়ান তারকা।