সেমিফাইনালের দৌড়ে টিকে আছে কারা?

সেমিফাইনালের দৌড়ে টিকে আছে কারা?

ছোট দল গুলোর বড় জয়ে জমে উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ। তার ওপর কিছু বড় দলের অপ্রত্যাশিত পারফর্ম্যান্স। অবস্থা এমন যে প্রত্যেক দলের ছয়টা করে ম্যাচ শেষ হওয়ার পরও সবারই ছিলো সেমি খেলার সুযোগ। আবার ভারত ছাড়া সবারই ছিল বাদ পড়ার সম্ভাবনা। প্রায় দলেরই সাতটা করে ম্যাচ শেষ। বাংলাদেশ ব্যতীত সবারই সেমির রাস্তা এখনো খোলা। আবার ভারত আর সাউথ আফ্রিকা ব্যতীত যেকোনো দলেরই আছে হোঁচট খাওয়ার গানিতিক আশঙ্কা।

সবার আগে আনঅফিসিয়ালি সেমি নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। ছয় ম্যাচ খেলে এখনো অপরাজিত দলটা। এক ম্যাচ কম খেলায় আছে টেবিলের দুইয়ে। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং ডাচদের বিপক্ষে তাদের ম্যাচ বাকী। আর মাত্র একটা ম্যাচ জিতলেই দলটা অফিসিয়ালি সেমির টিকিট কাটবে। যদিও তাদের বাদ পড়ার সম্ভাবনা নেই।

সমান পয়েন্ট এবং এক ম্যাচ বেশি খেলে একে আছে সাউথ আফ্রিকা। তাদের একমাত্র পরাজয় ডাচদের বিপক্ষে। এছাড়া আসরজুড়ে দলটা যেভাবে খেলছে তাতে তারা শিরোপার অন্যতম দাবিদার। লড়াই বাকী অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষে, আফগানদের সাথেও আছে একটা ম্যাচ। যদিও তাদের আর আর বাদ পড়ার সুযোগ নেই। তবে শঙ্কামুক্ত থাকতে পারবে আরেকটা ম্যাচ জিতলে।

দুর্দান্ত শুরুর পর কিউইদের ছন্দপতন। টানা চার জয়ের পর টানা তিন হার। পরিস্থিতি এমন যে একটা জিতলেও তারা সেমিতে যাবে, তবে শতভাগ নিশ্চিন্তে থাকতে দুইটা ম্যাচই জিততে হবে। ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে। একটা জিতলে সুযোগ থাকছে যদিও।

এককালের মাইটি অজিরা শুরু করেছিলো টানা দুই হার দিয়ে। এর পর চারে চার। পয়েন্টও এখন আট। ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশ তাদের পরবর্তী তিন টার্গেট। খালি চোখে তাকালে যেখানে অন্তত দুইটা জয় তাদের জন্য সহজই হবে। তবে একটা জিতলেও যে তারা সেমিতে যাবে না তাও না। তবে আরো দুটো ম্যাচ জিততে পারলে কাজটা একেবারেই সহজ হয়ে যাবে।

টানা চার ম্যাচ হারের পর বাংলাদেশকে হারিয়ে জয়ের ধারায় ফিরে সেমির সম্ভাবনা টিকিয়ে রেখেছে পাকিস্তান। সাত ম্যাচে পয়েন্ট ছয়। আছে পাঁচে। ম্যাচ বাকী নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে। সেমিতে যেতে হলে বড় ব্যবধানে দুইটা ম্যাচই জিততে হবে। সেই সাথে অপেক্ষা করতে হবে ম্যাচের ফলাফলের জন্য। সফল হলে সেটা হবে অনেকটাই অসাধ্য সাধন।

আগের দুই আসর মিলিয়ে এক জয় পাওয়া আফগানরা এবার পেয়েছে ছয় ম্যাচে তিন জয়। হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে। সেমিতে যেতে হলে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকাকে হারাতে হবে। সেই সাথে ইংলিশদের বিপক্ষে অজিদের হার কামনা করতে হবে।

অন্যদিকে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের কাগজে কলমে টিকে থাকলেও তবে সেটা বাস্তবে রূপ নেওয়ার সম্ভবনা এতোটাই ক্ষীণ যে দলগুলোও আশা ছেড়ে দিয়েছে। তার ওপর অন্য ম্যাচ গুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে এই বিশ্বকাপে নক-আউট হয়ে যাওয়া প্রথম এবং একমাত্র দলের নাম বাংলাদেশ। নিচের দিকের চারদলের লড়াই ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফির যোগ্যতা অর্জনের। যেখান থেকে বাদ পড়বে দুই দল।

সম্পর্কিত খবর