রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বের দ্রুততম মানব বনলেন লাইলস

রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বের দ্রুততম মানব বনলেন লাইলস

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট কোনটা? যে উত্তরটা সবচেয়ে বেশি আসতে পারে, তা হলো ১০০ মিটার স্প্রিন্ট। সে লড়াইটা এবার হলো সমানে সমানে। কিশেন থমসন আর আর নোয়াহ লাইলসের মধ্যে কে বিজয়ী, সেটার অপেক্ষা চলেছে আধ মিনিট মতো। এরপরই ঘোষণা এল, বিশ্বের সবচেয়ে দ্রুত মানব বনে গেছেন নোয়াহ লাইলস।

১০০ মিটার স্প্রিন্টে ১০ সেকেন্ডের ব্যারিয়ারটা ভেঙে গিয়েছিল ১৯৬৮ অলিম্পিকে। তবে নিয়মিত ১০ সেকেন্ডের কমে দৌড়ানো শুরু হয়েছে গেল ১৯৮৪ অলিম্পিক থেকে। সে ধারা এবারও টিকে রইল। এবার অবশ্য একজন দুজন নয়, ৮ জন দৌড়ে শেষ করেছেন ১০ সেকেন্ডের কমে। ইতিহাসে প্রথম বারের মতো হলো এমন কিছু।

চূড়ান্ত লড়াইটা দেখা গেল সোনা আর রূপার জন্য। কিশেন থমসন আর নোয়াহ লাইলস দুজনেরই টাইমিং যে দেখাচ্ছিল ৯.৭৯ সেকেন্ড।

এই টাইমিং ছিল লাইলসের ক্যারিয়ারসেরা। এখান থেকে সোনা হাত ফসকে গেলে নিরন্তর আফসোসেই পুড়তে হতো তাকে। তবে তা হয়নি শেষমেশ। আরও বিষদ বিশ্লেষণের পর দেখা যায় ফিনিশ করতে লাইলস সময় নিয়েছেন ৯.৭৮৪ সেকেন্ড। 

ওদিকে থমসন সময় নিয়েছেন ০.০০৫ বেশি। তার লেগেছে ৯.৭৮৯ সেকেন্ড। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে মার্কিন স্প্রিন্টার ফ্রেড কার্লি জিতেছেন ব্রোঞ্জ। গেল অলিম্পিকে সোনা জেতা মার্শেল ইয়াকবস লড়াই শেষে ছিলেন ৫ নম্বরে। 

সম্পর্কিত খবর