ক্যারিয়ারের ‘সবচেয়ে বড় সাফল্য’ বলছেন জকোভিচ
কার্লোস আলকারাজকে রুদ্ধশ্বাস এক ম্যাচে হারিয়ে অলিম্পিকের সোনা জিতে গেছেন নোভাক জকোভিচ। এই সাফল্যকেই তিনি বলছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।
ক্যারিয়ারে পঞ্চমবারের মতো অলিম্পিকে এসেছেন জকোভিচ। ফাইনালে খেলেছেন এবারই প্রথম। সেই ফাইনালে ৩৭ বছর বয়সী এই তারকাকে লড়তে হয়েছে ২১ বছরের টগবগে তরুণ কার্লোস আলকারাজের বিপক্ষে। দুজনের লড়াইটা হয়েছে সমানে সমানে। শেষমেশ ৭-৬ (৭/৩), ৭-৬ (৭/২) গেমে জিতেছেন জকোভিচ।
এরপরই জকোভিচ বললেন কথাটা। তার ভাষ্য, ‘এটা সম্ভবত আমার সবচেয়ে বড় স্পোর্টিং সাফল্য। এটার অনুভূতিটা খুবই স্পেশাল।’
কেন এটাই তার সবচেয়ে বড় সাফল্য, তাও বুঝিয়ে দিলেন একটু পর। তার কথা, ‘৩৭ বছর বয়সে ২১ বছর বয়সী এক তরুণের মুখোমুখি হচ্ছি, যে কি-না আবার সম্ভবত এখন বিশ্বসেরাও, সে রোলাঁ গারোঁ আর উইম্বলডন টানা জিতে এখানে এসেছে। আমি বলব এটা (তাকে হারিয়ে জেতাটা) সম্ভবত আমার পাওয়া সবচেয়ে বড় স্পোর্টিং সাফল্য।’