২০২৮ অলিম্পিকেও খেলতে চান জকোভিচ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:৪০ এএম | ০৫ আগস্ট, ২০২৪

ক্যারিয়ারে আক্ষেপ একটাই ছিল নোভাক জকোভিচের। একটা অলিম্পিক সোনা। সে আক্ষেপটা ঘুচে গেছে গত রাতে। এবার সার্বিয়ান এই তারকা জানালেন, ভবিষ্যতে ২০২৮ অলিম্পিকেও খেলার ইচ্ছা আছে তার।
২০১২ অলিম্পিকের মার্চপাস্টে সার্বিয়ার পতাকাটা তার হাতে ছিল। সেটাই এতদিন তার সেরা অলিম্পিক মুহূর্ত হয়েছিল। তবে তা বদলে গেছে গত রাতে। অলিম্পিকের সোনা জিতে ‘ক্যারিয়ারের সবচেয়ে বড়’ সাফল্য যে পেয়ে গেছেন তিনি!
বিষয়টা তিনি লুকালেন না। বললেন, ‘২০১২ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকাটা আমার হাতে ছিল। এতদিন পর্যন্ত একজন অ্যাথলেটের জন্য সবচেয়ে বিশেষ মুহূর্ত বুঝি এটাই। কিন্তু আজ সেটা বদলে গেল।’
টেনিস ব্যক্তিগত খেলা। এখানে দেশের হয়ে লড়ার সুযোগ কালেভদ্রেই আসে। তবে দীর্ঘ ক্যারিয়ারে যখনই এই সুযোগ এসেছে, জকোভিচ উপভোগই করেছেন বিষয়টা। সে কারণেই তিনি জানালেন, ২০২৮ অলিম্পিকেও লড়তে চান তিনি।
তিনি বলেন, ‘আমি লস এঞ্জেলসেও খেলতে চাই। আমি আমার দেশের জন্য অলিম্পিক গেমসে খেলাটা উপভোগ করি, ঠিক যেমনটা অলিম্পিক গেমসে করি।’

খেলার দুনিয়া | ফলো করুন :