বিজ্ঞাপনী চুক্তি হারালেন সাকিব

বিজ্ঞাপনী চুক্তি হারালেন সাকিব

শেষ কিছু দিন ধরেই সাকিব আল হাসান আছেন তোপের মুখে। সেই বিশ্বকাপের সময় থেকে অফ ফর্মে ছিলেন। তখনও অবশ্য কিছু সমর্থককে পাশে পেয়েছিলেন তিনি। তবে এরপর চলমান কোটা সংস্কার আন্দোলনের সময়ে তার নীরবতা সমালোচনার মুখে ফেলে দেয় তাকে।
সবকিছু মিলিয়ে সাকিব যেন নেতিবাচকতার পোস্টারবয় হয়ে উঠেছেন। তার ছাপ এবার পড়ল তার বিজ্ঞাপনী চুক্তিতেও। আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন সাকিব আল হাসান। তার সঙ্গে চুক্তি বাতিল করেছে ডি স্মার্ট কোম্পানি।
প্রতিষ্ঠানটি মূলত ইউনিফর্ম সাপ্লায়ার। তার সঙ্গেই দূতিয়ালির চুক্তি ছিল সাকিবের। তবে গতকাল রাতে সে চুক্তি বাতিলের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাইনুল হাসান দুলন।
তিনি তার পোস্টে সাকিবকে ট্যাগ করে জানিয়েছেন, ‘আমি অনুতাপের সঙ্গে জানাচ্ছি যে, ডি স্মার্ট সলিউশন লিমিটেডের সকল টিম মেম্বার এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্যগণ সম্মিলিতভাবে জনাব সাকিব আল হাসানের সাথে সম্পৃক্ততা রাখতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সকলের এই সম্মিলিত দাবির সঙ্গে মত রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

সম্পর্কিত খবর