বাংলাদেশ পরিস্থিতিতে বিশ্বকাপের বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি
আসছে অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। তবে বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে বিকল্প ভেন্যুর বিষয়ে ভাবছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা কিংবা ভারত হতে পারে সম্ভাব্য ভেন্যু।
শেষ এক মাসে কোটা আন্দোলনে বাংলাদেশ ফুঁসে ওঠে। গত ৩ এপ্রিল তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। শেষমেশ তা সফল হয় গতকাল সোমবার। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যায় শেখ হাসিনা।
এরপরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়িতেও আগুন দেয় দুষ্কৃতকারীরা।
২ মাস পর এখানেই ১০ দলের নারী বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল। এই মুহূর্তে এমন পরিস্থিতি আইসিসিকে ভাবিয়ে তুলছে বেশ।
বাংলাদেশের এমন পরিস্থিতিতে নজর ছিল, তা বহু আগেই জানিয়েছে আইসিসি। গতকাল ক্রিকইনফোকে আইসিসির এক কর্তা আবারও মনে করিয়ে দিলেন বিষয়টি। বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নিরাপত্তা সংস্থা ও নিজেদের স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের সহায়তায় আইসিসি নিবিড়ভাবে সব বিষয় পর্যবেক্ষণ করছে। আমাদের সর্বোচ্চ প্রাধান্য হচ্ছে সব অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও কল্যাণ।’
এমন পরিস্থিতির কারণে বেশ কিছু দেশ বাংলাদেশে ভ্রমণ না করার ‘বিশেষ পরামর্শ’ দিয়েছে নিজেদের নাগরিকদের। দেশগুলো হচ্ছে– ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বিশ্ব ক্রিকেটের ‘বিগ থ্রি’ তারা। তারাই এখন অঘোষিত নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে বাংলাদেশ ভ্রমণে। যার ফলে ২০২৪ নারী টি-টোয়েন্টি বাংলাদেশে না আয়োজনের বিষয়টা ভাবিয়েছে আইসিসিকে।
ক্রিকইনফো জানাচ্ছে, আইসিসি অনানুষ্ঠানিকভাবে বিকল্প ভেন্যু খোঁজা শুরু করে দিয়েছে। শ্রীলঙ্কা কিংবা ভারত বিশ্বকাপটা আয়োজন করার সহজ বিকল্প হতে পারে। কিন্তু তাদের আয়োজক হিসেবে বেছে নিতে কিছু সমস্যা আছে। শ্রীলঙ্কায় অক্টোবরের বৃষ্টির চোখরাঙানি আছে। আর ভারতে আছে পাকিস্তানের ভিসা সমস্যা। সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতই বাকি আছে আইসিসির হাতে। বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেলে হতে পারে সেখানেই।