৪৮ ঘণ্টা পেছাল এ দলের পাকিস্তান যাত্রা
সবকিছু ঠিকঠাক থাকলে আজ মঙ্গলবার বিকেলে দুটো চার দিনের আর তিনটি এক দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ এ দলের। তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সে যাত্রা গেছে থমকে। অন্তত ৪৮ ঘণ্টার জন্য এই যাত্রা পিছিয়ে গেছে।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতির কারণে গতকাল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ দলের যাত্রাটা স্থগিত করে দিতে হয়েছে বিসিবিকে।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।’ পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলের প্রথম চার দিনের ম্যাচ ছিল ১০-১৩ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার কথা ১৭ আগস্ট।
চার দিনের ম্যাচের সিরিজ শেষ হলেই শুরু হবে ওয়ানডে। তিনটি ম্যাচ হবে যথাক্রমে ২৩, ২৫ আর ২৭ আগস্ট।