সরকার পতনের পর ক্রিকেটারদের প্রতিক্রিয়া

সরকার পতনের পর ক্রিকেটারদের প্রতিক্রিয়া

গতকাল ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছে শেখ হাসিনা। তার দেশত্যাগের পর থেকে ঢাকায় শুরু হয় আপামর জনতার উৎসব।

এই উৎসব ক্রিকেটারদের মধ্যেও সংক্রমিত হয়েছে। শরিফুল ইসলাম তার ফেসবুক পাতায় লাল সবুজের জার্সি পরে উদযাপনের ছবি দিয়েছেন। এরপর পেসার এবাদত হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ স্বাধীন।’

আফিফ হোসেনও এই প্রসঙ্গে তার ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি খুব বেশি কিছু লিখেননি। স্যালুটের ইমোজি ব্যবহার করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকার ইমোজি। 

এদিনই দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন পেসার রুবেল হোসেন। তিনি ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’ 

তার আগে তানজিম হাসান সাকিব ফেসবুকে স্মরণ করেছেন আন্দোলনে প্রথম নিহত আবু সাঈদকে। তিনি লিখেছেন, ‘আবু সাঈদ-মুগ্ধরা মরে না। তারা বেঁচে থাকে আমাদের অন্তরে, প্রজন্ম থেকে প্রজন্মে…।’

জামাল ভূঁইয়া লাল ছবি দিয়ে আগেই সংহতি জানিয়েছিলেন আন্দোলনে। গতকাল দুটো রিল শেয়ার করেছেন নিজের ফেসবুক পাতায়। 

সম্পর্কিত খবর