‘নার্ভাস এইটিজে’র কবলে কোহলি-শ্রেয়াশ, ভারতের ৩৫৭

‘নার্ভাস এইটিজে’র কবলে কোহলি-শ্রেয়াশ, ভারতের ৩৫৭

‘নার্ভাস নাইন্টিজ’ বলে একটা বিষয় ছিল ক্রিকেটে। এখন বুঝি ‘নার্ভাস এইটিজ’ও চলে এল! ভারত দুটোই দেখল শ্রীলঙ্কা ম্যাচে। শুভমান গিল আউট হলেন নব্বইয়ের ঘরে। এরপর বিরাট কোহলি আর শ্রেয়াশ আইয়ারও ফিরেছেন ওই আশির ঘরে কাটা পড়ে! তবে তাতে অবশ্য ভারতের বড় রান পাওয়ায় কোনো সমস্যা হয়নি। ৮ উইকেট খুইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তুলেছে ৩৫৭ রান।

টস জিতে শ্রীলঙ্কা ভারতকে পাঠিয়েছিল ব্যাটিংয়ে। সিদ্ধান্তটাকে শুরুতে ঠিক বলেই মনে করাচ্ছিলেন দিলশান মাদুশঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরান রোহিতকে। 

তবে এরপরই গিল আর কোহলির লড়াইয়ের শুরু। পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কা ভালো বল করছিল বেশ। সে সময়টা মাটি কামড়ে পার করে দিতেই নিয়ন্ত্রণটা চলে আসে দুজনের হাতে। দুজন মিলে গড়েন ১৮৯ রানের জুটি। তবে গিলের বিদায়ের একটু পরই কোহলিও সেঞ্চুরিকে সামনে রেখে বিদায় নিলে ভারত বিপাকেই পড়ে যায় খানিকটা। 

শ্রেয়াশ আইয়ার এরপর দলের হাল ধরেন। তার ৫৬ বলে ৮২ ভারতকে দেয় বড় রানের দিশা। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ২৪ বলে ৩৫ রানের ক্যামিও ভারতকে এনে দেয় ৩৫৭ রানের পুঁজি।

সম্পর্কিত খবর