পাকিস্তান শাহিন্সের কাছে বড় হার বাংলাদেশের

পাকিস্তান শাহিন্সের কাছে বড় হার বাংলাদেশের

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ শুরুটা বেশ ভালোই করেছিল। প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল ১১২ রানের। 

তবে পরের ম্যাচেই শোচনীয় হার হজম করে নিতে হলো বাংলাদেশকে। পাকিস্তান শাহিন্সের বিপক্ষে অলআউট হলো ৭৮ রানে, এরপর ম্যাচটা হারল ৮ উইকেটের ব্যবধানে। 

ডারউইনে আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ। দুই অঙ্ক ছোঁয়ার আগেই দুই ওপেনারকে খুইয়ে বসে বাংলাদেশ। 

সে ধাক্কা আর সামলানো হয়নি শেষমেশ। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটারদের আসা যাওয়ার মিছিলই দেখা গেছে স্রেফ। 

পুরো ইনিংসে একটাও বিশোর্ধ্ব ইনিংস নেই। চার জন ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। ইনিংস সর্বোচ্চ ১৯ রান এসেছে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। শামিম পাটোয়ারী করেছেন ১৩ রান, মাহফুজুর রহমান রাব্বী করেছেন ১২ আর আবু হায়দার রনি করেছেন ১০ রান। 

পাকিস্তানের ইমরান জুনিয়র ৩টি ও খুররম শাহজাদ, জাহানদাদ খান, মুবাশশির খান নিয়েছেন ২টি করে উইকেট। 

জবাবে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। সাহিবজাদা ফারহানকে শুরুতেই ফেরান রিপন মণ্ডল। তবে এরপর উসমান খানের ৩৯ রানের ইনিংসে ভর করে সহজেই ম্যাচটা জেতে পাকিস্তান শাহিন্স। 

সম্পর্কিত খবর