অলিম্পিক ফুটবলে সোনার লড়াই স্পেন ও ফ্রান্সের

অলিম্পিক ফুটবলে সোনার লড়াই স্পেন ও ফ্রান্সের

চমক দেখিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সেমি-ফাইনালে ওঠে মরক্কো। তবে স্বর্ণপদক জয়ের স্বপ্ন সেখানেই শেষ হলো আফ্রিকান দলটির। তাদের ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। অপরদিকে আরেক সেমিতে মিশরকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। ৯ তারিখ শুক্রবার প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে দু'দল।

গতকাল (সোমবার) রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল হজম করে বসে ফ্রান্স। পরের ৮৩তম মিনিটে মাতেতা জিয়ান-ফিলিপের গোলে সমতায় ফেরে থিয়েরি অঁরির দলটি।

পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ৯৯তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মাতেতা। ক্রিস্টাল প্যালেসের এই তারকার গোলে সমতায় ফেরার পর এবার এগিয়েই যায় ফ্রান্স। শেষে ১০৮ মিনিটে ওলিসের গোলেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত জয়টা আসে ৩-১ ব্যবধানেই।

সোনা জয়ের লড়াইয়ে ফ্রান্স ও স্পেন মাঠে নামবে শুক্রবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এদিকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বৃহস্পতিবার রাত ৯টায় নামবে মিশর ও মরক্কো।

সম্পর্কিত খবর