অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করেছে বিসিবির কর্মকর্তারা, বললেন ইমরুল

অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করেছে বিসিবির কর্মকর্তারা, বললেন ইমরুল

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন ভিন্ন মাত্রায় রূপ নেওয়ার পর সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভেঙে দেওয়া হয়েছে সংসদও। বিভিন্ন অঙ্গনের নেতাকর্মীদের পদ ছাড়লেও তীব্র দাবি ও আন্দোলন শুরু হয়েছে। এর প্রভাব দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গনেও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানা নেতিবাচক দিক প্রসঙ্গে এর আগেও একাধিক খেলোয়াড় মুখ খুলেছেন। এবার সে তালিকায় যোগ হলেন জাতীয় দলের সাবেক ব্যাটার ইমরুল কায়েস।

নিজের অফিশিয়াল ফেসবুকে বিসিবিকে কেন্দ্র করে বিধ্বংসী এক স্টাটাস দিয়েছেন কায়েস। তার সমর্থকরা সেখানে তার মতামতের প্রতি সাধুবাদ জানাচ্ছেন এবং অতি দ্রুত ক্রিকেট বোর্ডের একাধিক কর্মকর্তাকে তাদের পদ ছেড়ে সরে দাঁড়াতেও বলেছেন।

ফেসবুক পোস্টে কায়েস শুরুতেই তার ভক্তদের সালাম দিয়েছেন। এরপর তিনি ক্রিকেট বোর্ডের সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’

এরপর বোর্ডকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য যে, ইমরুল কায়েস নিজেও বিতর্কিত সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন। বোর্ড যথাযথ কারণ না দেখিয়েই তাকে দলের বাইরে ছিটকে দিয়েছেন, এ বিষয়ে তার ক্ষোভ থেকেও তিনি এই কথাগুলো বলেছেন বলে ধারণা করা হচ্ছে। তাই পুরো দেশের অন্যসব ক্ষেত্রের মতো ক্রিকেট বোর্ডেও পরিবর্তন দরকার বলে মনে করেন এই সাবেক টাইগার ক্রিকেটার।

সম্পর্কিত খবর