৭০৫ কোটি টাকায় ইউরোজয়ী স্প্যানিশ বার্সার

৭০৫ কোটি টাকায় ইউরোজয়ী স্প্যানিশ বার্সার

কিছু দিন হলো স্প্যানিশ দল ইউরোর শিরোপা পুনরুদ্ধার করেছে। তাই দলবদলের বাজারে স্প্যানিশদের চাহিদা বেশ তুঙ্গে। সেই স্পেন দলের দুই খেলোয়াড়ে চোখ ছিল বার্সেলোনার। একজন নিকো উইলিয়ামস আরেকজন দানি অলমো। বেশ কাঠখড় পুড়িয়ে শেষমেশ শেষ জনকে দলে ভেড়ানোর প্রাথমিক কাজটা সেরে ফেলেছে বার্সেলোনা। দানি অলমোকে পেতে কাতালানদের খরচ করতে হয়েছে ৫৫ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় ৭০৫ কোটি টাকার কাছাকাছি। 

বিষয়টা জানিয়েছেন দলবদলের বাজারের সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেদক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন লাইপজিগে বার্সার পরিচালক ডেকোর সঙ্গে আরবি লাইপজিগের দানি অলমোর দলবদলের বিষয়ে মৌখিক চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এই দলবদলে লাইপজিগ শর্তসাপেক্ষে আরও ৭ মিলিয়ন ইউরো পেতে পারে। 

তার সঙ্গে বার্সেলোনার চুক্তি হবে ৬ বছরের। অলমো নিজে বার্সেলোনায় যেতে আগ্রহী। তার শৈশবের ক্লাব ছিল এই ক্লাবটি। তাই এখানে ফেরার আগ্রহ তার ভেতর আছে বেশ। 

বার্সার একাডেমি লা মাসিয়া থেকে বেড়ে উঠেছেন ফুটবলার হিসেবে। এরপর গেল ২০১৪ সালে তিনি চলে যান দিনামো জাগরেবে। সেখান থেকে ২০২০ সালে লাইপজিগে যোগ দেন। ইউরোপীয় ফুটবল পরিমণ্ডলে লাইপজিগকে পরিচিত করার পেছনে বেশ অবদান আছে অলমোর। 

সবশেষ ইউরোটাও দারুণ কাটিয়েছেন তিনি। স্প্যানিশদের শিরোপা জিতিয়েছেন টানা তিন নক আউট ম্যাচে গোল করে। দ্বিতীয় রাউন্ডে জর্জিয়া, কোয়ার্টার ফাইনালে জার্মানি আর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এরপর এবার বার্সায় যোগ দিতে চলেছেন অলমো।

সম্পর্কিত খবর