স্পেনকে উড়িয়ে ইতিহাস গড়ার খুব কাছে ব্রাজিল
গ্রুপ পর্বে দুই দলের দেখা হয়েছিল একবার। সে ম্যাচে স্পেন ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। তার শোধ মোক্ষম সময়ে তুলল ব্রাজিল।
সেমিফাইনালের মঞ্চে ফেভারিট স্পেনকে তারা উড়িয়ে দিয়েছে ৪-২ গোলে। তাতে ইতিহাস গড়ার খুব কাছে চলে গেছে ব্রাজিলিয়ানরা, চলে গেছে ফাইনালে।
গ্রুপ পর্বের ওই ম্যাচ তো আছেই, সাম্প্রতিক ফর্ম বিচারে স্পেনই ছিল এই ম্যাচের ফেভারিট। দলটা যে বিশ্বচ্যাম্পিয়ন। ওদিকে নিষেধাজ্ঞার কারণে ব্রাজিল দলে ছিলেন না মার্তা।
তবে ম্যাচে এর ছিটেফোঁটাও ছাপ পড়তে দেয়নি সেলেসাওরা। বিরতির বাঁশি বাজার আগেই ২-০ গোলে এগিয়ে যায় দলটা। প্রথম গোলটা ছিল আত্মঘাতী। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান গাবি পোর্তিলিও। ৭১ মিনিটে আদ্রিয়ানার গোলে জয়টা অনেকটাই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।
তবে ৮৫ মিনিটে আত্মঘাতী গোল একটা আশা দেখিয়েছিল স্পেনকে। তবে কেরোলিনের গোলে সে সম্ভাবনা উড়িয়ে দেয় ব্রাজিল। শেষ মুহূর্তে সালমা পারাউয়েলোর গোলে ব্যবধান কমায় স্পেন। তাতে ব্রাজিল ম্যাচটা জেতে ৪-২ গোলে। চলে যায় ফাইনালে।
২০০৮ সালের পর আবারও অলিম্পিকের ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। তবে এবার অধরা অলিম্পিক সোনাটা ছুঁতে চাইবে মার্তার দল।