মুম্বাইয়ে সিরাজ সেনসেশন
চলতি বছরের এশিয়া কাপের ফাইনালের কথা মনে আছে? সে ম্যাচে কি দারুণ পারফর্ম্যান্সই না করেছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তুলেছিলেন গুনে গুনে ৬ উইকেট, যার সুবাদে মাত্র ৫০ রানেই অলআউট হয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
সে ম্যাচের প্রায় ৫০ দিন পর আবারও ভারত শ্রীলঙ্কার মুখোমুখি, আবারও যেন সেই খুনে রূপে হাজির মোহাম্মদ সিরাজ! নিজের প্রথম দুই ওভারেই তুলে নিয়েছেন লঙ্কানদের ৩ উইকেট। আর এতেই প্রথম ৪ ওভারের মধ্যেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছে শ্রীলঙ্কা।
মুম্বাইয়ে এদিন, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫৭ রানের বিশাল পুঁজি পায় ভারত। এদিন ইনফর্ম ব্যাটার রোহিত শর্মা শুরুর দিকে আউট হলেও শুভমান গিল, ভিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের আশিউর্ধ্ব ইনিংসের উপর ভিত্তি করে লঙ্কানদের বিপক্ষে পাহাড়সম সংগ্রহ পায় ভারত।
তবে মুম্বাইয়ের এই ব্যাটিং স্বর্গে লঙ্কান ব্যাটারদের বর্তমানে খাবি খাওয়াচ্ছেন ভারতীয় পেসাররা। ম্যাচের প্রথম বলেই ওপেনার পাথুম নিসাঙ্কাকে আউট করেন পেসার জাসপ্রিত বুমরাহ। এরপরের তিন উইকেট একাই তুলে নেন সিরাজ। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে মোটে ১২ রান।