বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা
চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান। সে সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
দুই টেস্টের এই সিরিজের প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে। এরপর করাচিতে যাবে দুই দল। সেখানে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ দলটি ১৭ আগস্টের প্রথম দিকে ইসলামাবাদে পৌঁছাবে এবং সেই বিকেলের পরে অনুশীলন করবে বলে আশা করা হচ্ছে।
এই সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তার ডেপুটি হিসেবে থাকছেন বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল।
সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে থাকা ১৩ জন এই সিরিজের দলে আছেন। মোহাম্মদ হুরায়রা, কামরান গুলাম, এবং মোহাম্মদ আলী ঘরোয়া ক্রিকেটে এবং পাকিস্তান শাহিন্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাদের জায়গা পেয়েছেন। ১৩ মাস পরে লাল বলের ক্রিকেটে ফিরেছেন নাসিম শাহ।
তাদের জায়গা করে দিতে ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী এবং সাজিদ খান জায়গা হারিয়েছেন। এদিকে হাসান আলী এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ইনজুরির কারণে বাদ পড়েছেন।
পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহীন শাহ আফ্রিদি।