আন্দোলনে নিহতদের শ্রদ্ধাঞ্জলী বিসিবির, ক্রিকেটাররা করলেন দোয়া
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢুকতেই চোখে পড়ছে কালো ব্যানারটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢোকার মুখে বড় এক ব্যানার লাগানো হয়েছে, যাতে জানানো হয়েছে শ্রদ্ধাঞ্জলী।
তবে এই শ্রদ্ধাঞ্জলী কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সাবেক কোনো খেলোয়াড়ের মৃত্যুতে নয়। শেষ এক মাসে দেশ জুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সবার প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে বিসিবি। সে ব্যানারই ঝুলছে বিসিবিতে।
শেষ বার যখন অনুশীলনে নেমেছিল বাংলাদেশ এ দল, তখন দেশের পরিস্থিতি ছিল উত্তাল। থমথমে ভাবটা এখনও কাটেনি, তবে মাঝে একটা বিশাল পরিবর্তন এসে গেছে দেশে। দেশ ছেড়ে গত সোমবার পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার পর আজই প্রথম অনুশীলনে নেমেছে বাংলাদেশ এ দল। কোচ মিজানুর রহমানের অধীনে মাঠে নামার পর অনুশীলনের আগে সবাই শেষ কিছু দিনের আন্দোলনে হওয়া সহিংসতায় প্রাণ হারানো সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন, সঙ্গে এক মিনিট নিরবতা পালন করা হয় তাদের স্মরণে।