কবে দেশে ফিরবেন সাকিব, জানাল বিসিবি
ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসানের। বিশ্বকাপের পর তিনি খেলেছেন মেজর লিগ ক্রিকেটে। এরপর এখন তিনি খেলে যাচ্ছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে।
তবে এই ব্যস্ততার মাঝেই সাকিব একাধিক ‘দুঃসংবাদ’ পেয়েছেন। গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের ফলে তার আরও এক পরিচয় হারিয়ে গেছে। মাগুরা ১ আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। সে পদ গতকাল মঙ্গলবার সংসদ বিলুপ্তির মাধ্যমে হারিয়ে গেছে।
এর আগে ৩৬ দিন দীর্ঘ আন্দোলনে সাকিবের নিরবতা তাকে ফেলেছিল সমালোচনার মুখে। এরপর শেষ দিকে যখন পুলিশ-আওয়ামী লীগের সহিংসতার শিকার হয়ে আন্দোলনকারীদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছিল তখন তার স্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি সামাজিক তার প্রতি জনরোষ আরও বাড়িয়ে দেয়।
তার এমন নেতিবাচক ভাবমূর্তির প্রভাব পড়েছে তার বিজ্ঞাপনী চুক্তিতেও। গত রোববার রাতে তাকে চুক্তি থেকে বাদ দিয়েছে ডি স্মার্ট নামের একটি প্রতিষ্ঠান।
যদিও সেসব এখন অতীত। সাকিব পদ হারানোর দিনেও মাঠে নেমেছেন, ম্যাচসেরাও হয়েছেন। তবে তার এনওসির মেয়াদ নেই আর বেশি দিন। এরপরই দেশে ফিরতে হবে তাকে।
আগামী ১২ আগস্ট তার এনওসির মেয়াদ শেষ হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস। এরপরই তাকে ফিরতে হবে দেশে। শাহরিয়ারের কথা, ‘সাকিবের ১২ তারিখ পর্যন্ত এনওসি আছে, ১৩ তারিখ তার দেশে আসার কথা কিংবা আমাদের রিপোর্ট করার কথা। টিমে সিলেক্ট হলে স্বাভাবিকভাবেই সাকিব বাংলাদেশে এসে দলের সঙ্গে পাকিস্তান যাবেন।’
তবে ব্যক্তিগত কারণে দেশে ফিরতে অপারগ হলে বিসিবি সেটাও দেখবে বলে জানালেন তিনি। তার কথা, ‘কিন্তু অনেক সময় ব্যক্তিগত কারণে ক্রিকেটাররা নিজেরা ট্রাভেল করেন, ক্রিকেট বোর্ড সেই সুযোগ দেন।’
দুই টেস্টের এই সিরিজের প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে। এরপর করাচিতে যাবে দুই দল। সেখানে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ দল আগামী ১৭ আগস্ট ইসলামাবাদে পৌঁছে সেদিন থেকেই অনুশীলন নেমে যাবেন করবে বলে আশা করা হচ্ছে।