বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুবেলের

বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুবেলের

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন ভিন্ন মাত্রায় রূপ নেওয়ার পর সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। গতকাল ভেঙে দেওয়া হয়েছে সংসদও। বিভিন্ন অঙ্গনের নেতাকর্মীদের পদ ছাড়া প্রসঙ্গে তীব্র দাবি ও আন্দোলন শুরু হয়েছে। এর প্রভাব দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গনেও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানা নেতিবাচক দিক প্রসঙ্গে এর আগেও একাধিক খেলোয়াড় মুখ খুলেছেন। এবার সে তালিকায় যোগ হলেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন।

গতকাল ইমরুল কায়েসও নিজের অফিশিয়াল ফেসবুকে বিসিবিকে কেন্দ্র করে বিধ্বংসী এক স্টাটাস দিয়েছিলেন। এবার একই পথে হাঁটলেন রুবেলও। বিসিবিতে একাধিক পরিবর্তন প্রয়োজন, এমনটা ইঙ্গিত দিয়েই নিজের ফেসবুক একাউন্টে পোস্ট দিয়েছেন এই পেসার।

মঙ্গলবারে করা সেই পোস্টে রুবেল লিখেছেন, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।’

ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এমন অভিযোগের পর রুবেল ছাড় দেননি কোচ চান্ডিকা হাথুরুসিংহেকেও, ‘একইভাবে চান্ডিকা হাতুরুসিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’

ইমরুল-রুবেল ছাড়াও একাধিক টাইগার ক্রিকেটার নিজেদের ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের নেতিবাচক বিভিন্ন দিক সম্পর্কেই সমালোচনা করেছেন। প্রায় সবাই বর্তমানের পরিবর্তিত বাংলাদেশের মতো ক্রিকেট বোর্ডেও যথাযথ পরিবর্তনের দাবি তুলেছেন।

সম্পর্কিত খবর