ফাইনালের আগে ‘অযোগ্য’ ঘোষিত হলেন ভারতীয় কুস্তিগীর
ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট, প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জেতার প্রত্যাশা নিয়েই খেলতে গিয়েছেন। তবে আজ ফাইনাল ম্যাচে নামার কয়েক ঘন্টা আগেই বড় একটি ধাক্কা হজম করতে হলো তাকে। কারণ ফাইনাল ইভেন্টের জন্য তাকে ‘অযোগ্য’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এই খবরে হৃদয়ভঙ্গ হয়েছে লক্ষ লক্ষ ভারতীয় সমর্থকদের।
৫০ কেজি রেস্লিং ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার ওজন ১০০ গ্রাম বেশি ছিল। ফলে তাকে ইভেন্টটি থেকে বাতিল ঘোষণা করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ভিনেশের এই অযোগ্যতার বিরুদ্ধে আপিল করার জন্য অনুরোধ করেছেন। এর বিকল্প কোনো সমাধান আছে কিনা তা খুঁজতেও নির্দেশ দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, যেকোনো ক্রীড়াবিদ মৌলিক যোগ্যতা ও মানগুলো পূরণ করতে ব্যর্থ হলে এই ক্ষেত্রে আলোচনার জন্য কিংবা আপিলের জন্য খুব বেশি জায়গা থাকে না।
ওজন কমানোর জন্য এরপর এক রাত না খেয়ে থাকে পানিশূন্যতায় ভুগেছেন ভিনেশ। এরপর তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে আইওএ সভাপতি পিটি উষার সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং বিষয়টি সম্পর্কে সরাসরি তথ্য ও এর প্রতিকারের সম্ভাব্য উপায়গুলো জানতে চেয়েছেন। তিনি ঊষাকে ফোগাটের পক্ষে সমর্থন করতে ও বিকল্প ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। প্রয়োজনে অলিম্পিক অ্যাসোসিয়েশনের করা এই অযোগ্যতার বিরুদ্ধে প্রতিবাদ দায়ের করতেও বলেন।
ভিনেশ ফোগাট শুরুতে এই ইভেন্টে যথাযথ প্রতিযোগী হিসাবেই বিবেচিত হয়েছিলেন। তার অযোগ্যতার আকস্মিক এই খবর ব্যাপক হতাশার জন্ম দিয়েছে। তবে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপ কিছুটা আশা এখনো আছে।
গোল্ড মেডেলের এই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ অ্যান হিলডেব্র্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ভিনেশের। ভারতীয় অলিম্পিক দলের একটি বিবৃতিতে বলা হয়েছে, ফোগাট ৫০ কেজি ওজন মাপার দাঁড়িপাল্লার ওপর দাঁড়ানোর পর তাকে অযোগ্য ঘোষণা করা হয়।
মোদি এই ভারতীয় কুস্তিগীরকে সান্ত্বনা জানিয়ে একটি টুইট পোস্ট করেছেন, যেখানে তাকে চ্যাম্পিয়নদেরও চ্যাম্পিয়ন বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ভিনেশ, আপনি চ্যাম্পিয়নদের মধ্যে একজন চ্যাম্পিয়ন! আপনি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়র জন্য অনুপ্রেরণা। আজকের পরিস্থিতি বেদনাদায়ক। তবে আমি জানি যে আপনি সাহসিকতার পরিচয় দিবেন।‘