সিরিজ বাঁচাতে ভারতের প্রয়োজন ২৪৯ রান

সিরিজ বাঁচাতে ভারতের প্রয়োজন ২৪৯ রান

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তাই জয় ছাড়া পথ খোলা নেই ভারতের কাছে। স্বাগতিকদের করা ২৪৮ রানের জবাবে কিছুক্ষণ পর ব্যাট হাতে নামবে ভারত।

টসে জিতে এদিন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ব্যাট হাতে দারুণ সূচনা করেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাংকা ও আভিশকা ফার্নান্দো। ২০তম ওভারে ৪৫ রান থাকাকালীন কাটা পড়েন নিসাংকা। তবে অপরদিকে শক্তভাবে ঘাঁটি গেড়েছিলেন আরেক ওপেনার আভিশকা।

নিজের শতক থেকে মাত্র ৪ রান দূরে ছিলেন আভিশকা। তখনই রিয়ান পরাগের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৬ রান এসেছে তার ব্যাট থেকেই। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন পরাগ।

নতুন অধিনায়ক চারিথ আসালাংকা সাজঘরে ফেরেন ১০ রানেই। এরপর আর কেউই নিজের ইনিংস লম্বা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন লঙ্কান ব্যাটাররা। কুসাল মেন্ডিসের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪৮ রান জমা করেছে শ্রীলঙ্কা।

ম্যাচটি নিজেদের নামে করে নিতে ২৪৯ রান প্রয়োজন রোহিত শর্মার দলের। ভারত আজ জিতলে ১-১ সমতায় সিরিজ ভাগাভাগি করে নিবে দু'দল। 

সম্পর্কিত খবর