পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আফগান ব্যাটার
কাবুল প্রিমিয়ার লিগ চলাকালীন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবং আইসিসির দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের অপরাধে আফগান ব্যাটার ইহসানুল্লাহ জানাতকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। সকল ধরণের ক্রিকেট থেকে আগামী পাঁচ বছর বাইরে থাকার নির্দেশ এসেছে তার ওপর।
সবশেষ ২০২২ সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। ২৬ বছর বয়সী এই ব্যাটার নিজেই তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন এবং দুর্নীতির সাথে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসিবি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘জানাতকে আইসিসির দুর্নীতি বিরোধী কোডের ধারা ২.১.১ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, যা একটি ম্যাচের ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক ঠিক করার অনুপযুক্ত প্রভাব বা প্রচেষ্টার সঙ্গে জড়িত। এই লঙ্ঘনের আলোকে তাকে ক্রিকেট-সম্পর্কিত সমস্ত কার্যকলাপ থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
জাতীয় দলের হয়ে জানাত ৩টি টেস্ট, ১৬টি ওয়ানডে এবং একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমে শামশাদ ঈগলসের হয়ে খেলছিলেন তিনি। চার ইনিংসে ৭২ রান এসেছিল তার ব্যাট থেকে। ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল তার দল।