বিসিবির এক পরিচালক বললেন, ‘আমাদের সময় শেষ!’
আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা এখন সাবেক প্রধানমন্ত্রী। যেহেতু সরকার বাতিল, মন্ত্রীসভা বাতিল তাই একইভাবেই নাজমুল হাসান পাপনও এখন সাবেক ক্রীড়ামন্ত্রী।
তবে এখনো তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। এখনো তিনি আইসিসির বিভিন্ন কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি। কিন্তু প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতিতে কি নাজমুল হাসান পাপন আর ক্রিকেট বোর্ডে ফিরবেন? একটু জানিয়ে রাখি আওয়ামী লীগের সরকার পতনের পর সেই মন্ত্রীসভার বিভিন্ন মন্ত্রী এবং তাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ জনরোষে পড়েন। অনেকের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে। আগুন দিয়ে বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নাজমুল হাসান পাপনের নির্বাচনী এলাকায় তার ভৈরবের বাড়িতেও আগুন লাগানো হয়। তবে নাজমুল হাসান পাপন সেসময় ভৈরবে ছিলেন না।
এখন কোথায় আছেন পাপন?
এই প্রশ্নের পরিস্কার উত্তর কারো কাছে নেই। নাজমুলের ঘনিষ্ঠজনদেরও জানা নেই এর উত্তর। ফোনেও সাড়া দিচ্ছেন না তিনি। তবে বিসিবিতে তার সহযোগী এক পরিচালক স্পোর্টস বাংলাকে বুধবার সন্ধ্যায় জানান, ‘আমি একটু জেনেছি তিনি নিরাপদে আছেন। এবং দেশেই আছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।’
বিসিবির সেই পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে যে পরিস্থিতি তাতে নাজমুল হাসান পাপনের আর বিসিবিতে ফেরার সম্ভাবনা ভীষণ ক্ষীণ। আমি নিজেও ফিরছি না। আমার কাছে মনে হয়েছে বিসিবিতে আমাদের সময় শেষ। এখন অন্য কেউ এসে সামাল দিক। বিসিবির রোজকারের দায়িত্ব এবং কার্যাবলি দেখার জন্য সিও সুজন (নিজামউদ্দিন চৌধুরী) রয়েছেন। তিনিই এখন পুরো অফিস এবং অন্যান্য কমিটির কার্যাবলি সামাল দেবেন। চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় এবং ‘এ’ দল। এই সফরের আয়োজন এবং আইসিসির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগের দায়িত্ব একাই সামাল দিবেন বিসিবির সিও।’
স্পোর্টস বাংলা বিসিবির আরো কয়েকজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে। তাদের মধ্যে সিংহভাগই জানান, বিসিবিতে আর ফেরার কোনো সুযোগ দেখছেন না তারা। ইচ্ছেও নেই। বর্তমান পরিস্থিতির বাস্তবতা মেনে নিয়েছেন তারা। অর্ন্তবর্তীকালীন সরকার গঠন হলে বিসিবিতেও বর্তমান পরিচালনা কমিটি যে আনুষ্ঠানিকভাবে বাতিল হবে তাতে কোনো সন্দেহ নেই। সেই কমিটিতে তাদের যে আর জায়গা হবে না- সেটাও ওপেন সিক্রেট।
সেই অঙ্ক কষেই তারা মেনে নিয়েছেন বিসিবিতে তাদের- টাইমড আপ!