টেস্ট দলে ফিরছেন মুস্তাফিজ?

টেস্ট দলে ফিরছেন মুস্তাফিজ?

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। তারই এক পাশে ক্যাচিং অনুশীলন করছেন মুস্তাফিজুর রহমান। যেটা স্বাভাবিক মনে হতে পারে। তবে বলটা খেয়াল করুন। লাল বলে অনুশীলন করছেন মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার জাতীয় দলের  অনুশীলনে ছিলেন মুস্তাফিজ। টেস্ট দলের  অনুশীলনে তাকে দেখে অবাক হওয়া অস্বাভাবিক কিছু নয়।

বাঁ-হাতি এই পেসার সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ এর জুনে। গত দুই বছরে কোনো টেস্টই খেলেননি। শেষ সাড়ে তিন বছরে একটা টেস্ট। ২০২১ এর ফেব্রুয়ারিতে একটা। এই দুই টেস্টের আগে সবশেষ টেস্ট ২০১৯ সালে। সব মিলিয়ে ২০১৮ এর নভেম্বরের পর সবশেষ প্রায় ছয় বছরে মাত্র তিন টেস্ট।

পুরো ক্যারিয়ারে ১০৪ ওয়ানডে আর ১০৩ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টির বিপরীতে টেস্ট মাত্র ১৩ টা। তাই মুস্তাফিজকে দেখে অবাক হওয়ারই কথা।

এবার প্রশ্ন জাগতে পারে, তবে কি টেস্ট দলে ফিরছেন মুস্তাফিজ? পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন তিনি? সামনেই টাইগারদের ব্যস্ত সূচি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে ২০২৪ সালেই আছে আট টেস্ট।

পেসারদের ওপর চাম কমাতেই এবং পেসারদের ইনজুরিমুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত কিনা সেটা জানা যায়নি। কারণ লাল বল থেকে দূরে থাকা তাসকিনও করছেন লাল বলে অনুশীলন। কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরানো হলেও ফিরতে পারেন পাকিস্তান সিরিজ দিয়ে।

সম্পর্কিত খবর