পাপন এখন কোথায়, ভবিষ্যৎ কী হবে তার?
আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে বড় পরিবর্তন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। দেশের খেলাধুলাতেও পড়ছে তার ছাপ। সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে মন্ত্রীত্ব হারিয়েছেন নাজমুল হাসান পাপন, সংসদ সদস্যের পদ হারিয়েছেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা।
পাপন সংসদ সদস্য ও মন্ত্রীত্ব হারিয়ে বসলেও তিনি এখনও একটা পদ ধরে রেখেছেন। সেটা হচ্ছে বিসিবি সভাপতির পদ। এছাড়াও এ সূত্রে আইসিসির বিভিন্ন কমিটিতে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নাম আছে তার। আপাতত তাতে চলমান পরিস্থিতির ছাপ পড়ছে না সহসাই।
তবে তিনি আছেন কোথায়? এ নিয়ে প্রশ্নের শেষ নেই। একাধিক সূত্র জানাচ্ছে, ক্ষমতা ছাড়ার পর তিনি দেশও ছেড়ে গেছেন অধিকাংশ আওয়ামী লীগ নেতার মতো। আবার আরও কিছু সূত্র জানাচ্ছে তিনি আছেন দেশেই। তার ভৈরবের বাড়িতে অগ্নিসংযোগ করেছে শেষ কয়েক দিনে, তবে তখন তিনি সেখানে ছিলেন না।
তবে এই বিষয়টা নিয়ে পরিষ্কার উত্তর কারো কাছেই নেই। বিসিবিতে তার সহযোগী এক পরিচালক স্পোর্টস বাংলাকে বুধবার সন্ধ্যায় জানান, ‘আমি একটু জেনেছি তিনি নিরাপদে আছেন। এবং দেশেই আছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার মেয়াদ বাকি আরও এক বছর। আগামী ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হবে তার চলমান মেয়াদ। তার আগ পর্যন্ত তাকে সরানোর সুযোগ নেই কারোই। কারণ বাইরের হস্তক্ষেপ বোর্ডে পড়লেই নেমে আসবে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ।
তবে মেয়াদ থাকলেও তার বিসিবিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ। চলমান পরিস্থিতিতে তিনি কিংবা তার সঙ্গীদের অনেকেই বিসিবিতে ফেরার কথা ভাবছেন না আর। পদত্যাগ, কিংবা বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টা এখনও পরিষ্কার নয় মোটেও, তবে তিনি বিসিবিতে ফেরার সম্ভাবনা খুবই কম। এমনকি তার সঙ্গীদের অনেকেও বিসিবিতে ফেরার কথা ভাবছেন না আর।
তাহলে বিসিবি চলবে কী করে? সে ভাবনাটা স্পোর্টস বাংলাকে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। তার কথা, আপাতত কাজটা সামলাবেন বিসিবির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। সে বিসিবি পরিচালকের ভাষ্য, ‘বর্তমানে যে পরিস্থিতি তাতে নাজমুল হাসান পাপনের আর বিসিবিতে ফেরার সম্ভাবনা ভীষণ ক্ষীণ। আমি নিজেও ফিরছি না। আমার কাছে মনে হয়েছে বিসিবিতে আমাদের সময় শেষ। এখন অন্য কেউ এসে সামাল দিক। বিসিবির রোজকারের দায়িত্ব এবং কার্যাবলি দেখার জন্য সিও সুজন (নিজামউদ্দিন চৌধুরী) রয়েছেন। তিনিই এখন পুরো অফিস এবং অন্যান্য কমিটির কার্যাবলি সামাল দেবেন। চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় এবং ‘এ’ দল। এই সফরের আয়োজন এবং আইসিসির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগের দায়িত্ব একাই সামাল দিবেন বিসিবির সিও।’
আওয়ামী লীগের পতনের ফলে বিসিবিতে নাজমুল হাসান পাপন যুগেরও ইতি ঘটল, তা বলে দেওয়াই যায়।