ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের খাবার দিল বিসিবি
সরকার পতনের পর থেকে দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। যার প্রধানতম কারণ পুলিশ বাহিনীর মাঠ থেকে সরে যাওয়া। ট্রাফিক পুলিশও এই কর্মবিরতিতে শামিল হয়েছে।
তাদের অনুপস্থিতিতে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থী সমাজ। দেশের বিভিন্ন রাস্তায় এখন দেখা মিলছে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। বাঁশি ফুঁকে, হাত নাড়িয়ে নিয়ন্ত্রণ করছেন রাস্তার যানজট।
সে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পাশে ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের জন্য খাবার দিয়েছে বিসিবি।
আজ দুপুরে এই উদ্যোগ নেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। বিসিবির কয়েকজন কর্মী পিকআপে করে ঘটনাস্থলে খাবার নিয়ে যান। সেখানে থাকা শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন তারা।