ইউএস ওপেনে নেই নাদাল

ইউএস ওপেনে নেই নাদাল

চোট বহু দিন ধরে ভোগাচ্ছে। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডনে খেলতে পারেননি রাফায়েল নাদাল। 

মাঝে রোলাঁ গারোঁ, অলিম্পিকে ফিরেছিলেন বটে, কিন্তু আশানুরূপ ফল আসেনি আদৌ। এবার আসছে ইউএস ওপেন থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল নাদাল। 

চলতি বছর ফ্রেঞ্চ ওপেনে তিনি প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। অলিম্পিকে একক ইভেন্টে তিনি বিদায় নিয়েছিলেন দ্বিতীয় রাউন্ড থেকে। আর দ্বৈত বিভাগ থেকে তিনি বিদায় নিয়েছিলেন কোয়ার্টার ফাইনালেই।

এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইউএস ওপেনে না খেলার। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘আপনাদের জানাচ্ছি, এ বছর ইউএস ওপেনে আমি অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ আসছে সেপ্টেম্বরে বার্লিনের মাটিতে মাঠে গড়াবে লেভার কাপ। সে টুর্নামেন্টে অবশ্য তিনি খেলবেন বলে জানিয়েছেন নিজেই।

সম্পর্কিত খবর