বুমরাহ ছাড়া ভারতের বোলিং জিরো, বললেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার
বর্তমানে বিশ্বের সেরা বোলারদের তালিকা করলে সবার প্রথমেই যার নাম মাথায় আসে তিনি হলেন ভারতের জসপ্রিত বুমরাহ। শুধু ভারত না, ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার বিবেচনা করা হয় তাকে। শেষ দুই ফরম্যাটের দুটি বিশ্বকাপেই তার পারফম্যান্স ছিল অপ্রতিরোধ্য। এবার বুমরাহ প্রশংসায় মাতলেন ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরর এক ক্রিকেটার।
সাবেক পাকিস্তানি ক্রিকেটার জুনাইদ খানের মতে, বুমরাহকে ছাড়া ভারতের বোলিং ইউনিট দূর্বল। অর্থাৎ অন্যান্য দলগুলোর মতোই বোলার আছে ভারত দলে। কিন্তু বুমরাহ দলে থাকলে ভারতের বোলিং দাপট বহুগুণে বেড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জুনাইদ লিখেছেন, ‘বুমরাহ ছাড়া ভারতের বোলিং জিরো। আপনারা কি একমত?'
সদ্য শেষে হওয়া লঙ্কানদের বিপক্ষে ভারতের বোলিং পারফরম্যান্স দেখে এই খোঁচা দিয়েছেন জুনাইদ। শ্রীলঙ্কার মাটিতে গতকাল ওয়ানডে সিরিজ হেরেছে রোহিত শর্মার দল। তাই এই সুযোগে খোঁচা দিতে ছাড়েননি পাকিস্তানি এই ক্রিকেটার।