কোকেন কিনতে যেয়ে আটক!

কোকেন কিনতে যেয়ে আটক!

প্যারিস অলিম্পিকে অস্ট্রেলিয়ার হকি দলের অন্যতম তারকা খেলোয়াড় টম ক্রেইগ। এখন পর্যন্ত পারফর্মও করেছেন বেশ। তবে নিজের ভুলে দেশের এবং নিজের নামে লাগালেন কালো দাগ। অলিম্পিক চলাকালীন হোটেল থেকে বের হয়ে কোকেন কিনতে যেয়ে ধরা খেয়েছেন ২৮ বছর বয়সী এই অ্যাথলেট।

গত মঙ্গলবার এই ঘটনার পর স্থানীয় পুলিশ তাকে আটক করেন। যদিও অলিম্পিকের একজন অ্যাথলেট বিবেচনায় তাকে সতর্ক করে এবারের মতো ছেড়ে দেওয়া হয়। তবে অলিম্পিক ভিলেজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং চলতি আসরে বাড়তি কোনো সুযোগ-সুবিধা তিনি পাবেন না বলে জানিয়েছে অলিম্পিক ম্যানেজমেন্ট।

পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়েছেন টম। বিবিসির খবর অনুযায়ী তিনি বলেছেন, ‘যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই। অনেক বড় একটা ভুল করেছি। আমি এর দায়িত্ব নিচ্ছি। এই কাজ আমার পরিবার, সতীর্থ, খেলা ও অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। এর দায় আমার। আমি সবাইকে লজ্জিত করেছি। অনেক দুঃখিত।’

টম ক্রেইগ এর আগে টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে রুপা জিতেছিলেন। আন্তর্জাতিক হকিতে জাতীয় দলের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছেন একশোরও বেশি ম্যাচ। অভিজ্ঞ একজন খেলোয়াড় হিসেবে তার এই কাজটি একদমই সমর্থক করেননি দেশটির অলিম্পিক কমিটির প্রধান আন্না মিয়ার্স।

তিনি জানান, ‘সে একজন ভালো মানুষ, কিন্তু সে ভুল সিদ্ধান্ত নেয়। এ ধরনের কাজের ফল তাকে পেতে হবে। সে ক্ষমা চেয়েছে, সে অনুতপ্ত। নিজের কাজের দায় সে নিয়েছে। ক্রেইগের সাহায্য দরকার হলে আমরা তাকে সাহায্য করব।’

সম্পর্কিত খবর