বাফুফে থেকে সরে গেলেন সালাম মুর্শেদী
আওয়ামী লীগ সরকার পতনের প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সালাম মুর্শেদী।
সর্বশেষ সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন থেকে নির্বাচন করেছিলেন তিনি। সেখানে তিনি জয়লাভ করে সংসদ সদস্য পদ ধরে রেখেছিলেন তিনি। গত ৫ আগস্ট সরকারের পতনের পর সে পদটি হারিয়ে বসেন তিনি। এবার তিনি বাফুফের জ্যেষ্ঠ সহ সভাপতির পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।
সাবেক এই ফুটবলার বাফুফেতে আসীন ছিলেন সেই ২০০৮ সাল থেকে। প্রায় ১৬ বছর পর বাফুফে থেকে পদত্যাগ করলেন তিনি। তিনি ফেডারেশনের অর্থ কমিটি ও রিফারিজ কমিটিরও প্রধান কর্তা ছিলেন। জ্যেষ্ঠ সহ-সভাপতি পদের সঙ্গে এই দুই পদও ছেড়ে দিয়েছেন সালাম। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাফুফে।
হাসিনা সরকারের পতনের পর বাফুফের সামনে বিক্ষোভ করে বাফুফের তিন কর্তার পদত্যাগ দাবি করে সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। সেখানে সালাম মুর্শেদীর নাম ছিল। সঙ্গে ছিল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আর নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের নামও। তাদের মধ্যে সালাম সবার আগে সরে গেলেন।
গত ২৩ মে অর্থ কমিটির প্রধান সালাম মুর্শেদীকে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণে ১৩ লাখ টাকা জরিমানা করে ফিফা। কারণ তার অধীনেই বাফুফেতে আর্থিক অনিয়মের কারণে নিষিদ্ধ হয়েছিলেন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
সে বিরূপ পরিস্থিতিতে নানা চাপ থাকলেও পদ ছাড়েননি সালাম। সরকার পতনের তিন দিন পরই এবার পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।