অলিম্পিক রেকর্ড ভেঙ্গেচুরে সোনা জিতলেন পাকিস্তানের আরশাদ
অলিম্পিকের মঞ্চে সবশেষ কোনো পদক পাকিস্তান জিতেছিল ১৯৯২ সালে। এরপর থেকে ৩২ বছর কেটে গেলেও আর কোনো পদক যায়নি দেশটিতে। সে আক্ষেপটা ঘোচালেন আরশাদ নাদিম। তিনি শুধু পদকই জেতেননি, জিতেছেন সোনা, তাও আবার রীতিমতো অলিম্পিকের রেকর্ড ভেঙেচুরে।
এক দিক থেকে ইতিহাসের পাতাতেই উঠে গেছেন আরশাদ। তিনি তার দেশটির ইতিহাসের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এনে দিলেন সোনা। এর আগে পাকিস্তানের সব পদকই ছিল হয় হকিতে, নাহয় বক্সিং-রেসলিংয়ের মতো খেলাতে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে আরশাদই প্রথম।
প্যারিসে এই বর্শানিক্ষেপক গত রাতে হারিয়েছেন গেল বারের সোনাজয়ী নীরাজ চোপড়াকে। সঙ্গে তিনি গড়ে ফেলেছেন অলিম্পিক রেকর্ডও। গত রাতে স্তাদ দি ফ্রান্সে তার ছোঁড়া দ্বিতীয় বর্শাটা গিয়ে পড়ে ৯২.৯৭ মিটার দূরে, অলিম্পিকের ইতিহাসে এত দূরত্ব পার করতে পারেনি কারো থ্রোই। চলতি বছর অন্য কোনো প্রতিযোগিতাতেও এমন কীর্তি দেখা যায়নি।
সেরা ছন্দ থেকে অনেক দূরে থাকলেও কোয়ালিফায়ারে অবশ্য নীরাজই এগিয়ে ছিলেন, প্রতিযোগিতার ফেভারিটও ছিলেন। তিনি ফাইনালের মঞ্চে বৈধ থ্রো করতে পেরেছেন মোটে একটা। তা গিয়ে পড়েছে ৮৯.৪৫ মিটার দূরে। বাকি ৫ থ্রোয়ের সবগুলোই ছিল ফাউল। গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস জিতেছেন ব্রোঞ্জ। তার থ্রো ছিল ৮৮.৫৪ মিটারের।