নিয়ম ভেঙে অলিম্পিক থেকে বহিষ্কার হলেন ভারতীয় কুস্তিগীর
কুস্তি, ভারত আর অলিম্পিক ২০২৪, এই তিনের মিশেল একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছে। দিনদুয়েক আগে ভিনেশ ফোগাত এক বিতর্কের জন্ম দিয়েছিলেন। এবার দিলেন ভারতের আরেক নারী কুস্তিগীর অন্তিম পাঙ্গাল। নিয়ম ভেঙে অলিম্পিক থেকে বহিষ্কার হয়েছেন তিনি।
অন্তিম এবারের অলিম্পিকে লড়ছিলেন ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে। কিন্তু নিজের বিভাগে প্রথম রাউন্ডেই হেরে বসেন তিনি। ম্যাচের পর অলিম্পিক গেমস ভিলেজে ফেরার নিয়ম আছে সব অ্যাথলেটের জন্য। তবে তিনি সে নিয়ম মানেননি। বাইরে চলে গিয়েছিলেন বোন নিশা পাঙ্গালের সঙ্গে।
এখানেই শেষ নয়। অন্তিমের অ্যাক্রিডিটেশন ব্যবহার করে তার বোন নিশা পাঙ্গাল গেমস ভিলেজে ঢুকতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল বোনের কিছু জিনিস নিয়ে বের হওয়া। তবে সেখানে নিরাপত্তারক্ষীরা আটকে দেন নিশাকে। কেড়ে নেওয়া হয় তার পরিচয়পত্রও। তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে।
সেখানে তাকে বাঁচাতে এগিয়ে আসেন ভারতের শেফ দ্য মিশন। ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন অন্তিম পাঙ্গালের এমন কাজে যারপরনাই ক্ষুব্ধ হয়েছে। যার ফলে তার অ্যাক্রিডিটেশনও বাতিল করা হয়েছে।
গেমস থেকে বিদায় নেওয়া তাকে এখন ভিলেজ থেকেও বের করে দেওয়া হয়েছে। দেশের বিমানে চড়ার আগের সময়টা এখন তাকে থাকতে হচ্ছে প্যারিসের একটি হোটেলে।