মিসরকে উড়িয়ে ব্রোঞ্জ জিতল মরক্কো
অলিম্পিকে ছেলেদের ফুটবলের ব্রোঞ্জ ফাইনালটা ছিল অল আফ্রিকান ডার্বি। একপাশে মিসর, অন্যদিকে গেল বারের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।
সেই ডার্বিতে মরক্কানরা মিসরকে পাত্তাই দেয়নি। উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। তাতে একটা ইতিহাসও গড়া হয়ে গেছে তাদের। উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে ছেলেদের ফুটবলে ব্রোঞ্জ জেতে মরক্কো।
মোহামেদ সালাহর দেশ মিসর অবশ্য তাকে নিয়ে যায়নি অলিম্পিকে। তবে তাকে ছাড়াই দলটা খেলেছে দারুণ ফুটবল। তা অবশ্য ব্রোঞ্জ ফাইনাল বাদে।
ম্যাচটা এমন একপেশে হবে, তার আঁচ অবশ্য প্রথমার্ধে মেলেনি। প্রথমার্ধে দুটি গোল পেয়েছে মরক্কো। ২৩ মিনিটে এজ্জালজুলি আবদে দারুণ এক গোলে মরক্কানদের এগিয়ে দেন। এরপর এবারের অলিম্পিকে মরক্কোর আবিষ্কার সুফিয়ান রাহিমির গোলে ব্যবধান বাড়ে। বিরতিতে এই দুই গোল নিয়েই যায় দলটা।
তবে দ্বিতীয়ার্ধে আরও ভয়াবহ রূপে দেখা দেয় দলটা। গোল করেন সুফিয়ান। এরপর একে একে আশরাফ হাকিমি, বিলাল এল খান্নুউস ও আকরাম নাকাচ নাম তোলেন স্কোরশিটে। তাতেই অলিম্পিক ফুটবলে প্রথম বারের মতো পদক জয় নিশ্চিত হয়ে যায় মরক্কোর।