যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা গত রাতে শপথ নিয়েছেন। তার পরদিন আজ শুক্রবার দফতর বন্টন করা হয়েছে সবার। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে গেল জানুয়ারি থেকে ছিলেন নাজমুল হাসান পাপন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দায়িত্ব হারান তিনি। তবে তার বিসিবি সভাপতির পদটা ঠিকঠাক আছে এখন।
অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই দায়িত্বটা নিলেন আসিফ মাহমুদ। আজ মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি সম্পর্কে জানা যায়।
এর আগে তিনি ও নাহিদ ইসলাম দুজনেই গতকাল শপথ নিয়ে ইতিহাস গড়ে ফেলেছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ বনে যান ২৬ বছর বয়সী এই দুইজন।
দুজনেরই জন্ম ১৯৯৮ সালে। অর্থাৎ তাদের বয়স ২৬ বছরের আশপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেননি।
আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে পড়ছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক। গেল বছর ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করে। ঘোষণাটি দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।